ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশি অন্য কোনও দেশে স্থানান্তরে কূটনীতিকদের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্কের টানাপড়েনের মধ্যে ভারত যখন বাংলাদেশিদের জন্য বেশিরভাগ ভিসা বন্ধ করে রেখেছে, সেই সময় ইইউ দেশগুলোর দূতদের প্রতি এ আহ্বান জানালেন তিনি।
বিশ্বের সব দেশের দূতাবাস বাংলাদেশে নেই। ফলে নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি দেশের দীর্ঘমেয়াদী ভিসার জন্য বাংলাদেশিদের নিকটতম দেশ হিসেবে ভারতের সংশ্লিষ্ট দূতাবাসে যেতে হয়। আর সেজন্য প্রথমে প্রয়োজন হয় ভারতীয় ভ্রমণ ভিসার; যা এই মুহূর্তে ইস্যু করছে না দেশটি।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা। দুপুরে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে আয়োজিত বৈঠকে যোগ দেয় ইইউয়ের কূটনীতিকদের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বৈঠকে অংশ নেন।
প্রধান উপদেষ্টা উপস্থিত কূটনীতিকদের উদ্দেশে বলেন, “ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশি কোনও দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।”
এরই মধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।
৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার দোহাই দিয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। এতে বিপাকে পড়েছেন অনেকেই। গত ২৬ আগস্ট ভারতীয় ভিসা সেন্টারের সামনে এ নিয়ে বিক্ষোভও করেন ভুক্তভোগীরা।
পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে নেই। এতদিন নিকটবর্তী দেশ হিসেবে ভারতে গিয়ে ভিসা সংক্রান্ত কাজ করতে হতো বাংলাদেশিদের।
বাংলাদেশ থেকে এসব দেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিনদিন বাড়ছে, কিন্তু ভারতের ভিসা বন্ধ থাকায় সেই শিক্ষার্থীরা পড়েছেন বিপারে।
বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু দিল্লিতে বুলগেরিয় দূতাবাসে ভিসার আবেদন জমা দিতে পারেননি, তাদের ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের ইসলামাবাদ কিংবা কাজাখস্তানের আস্তানায় অবস্থিত দূতাবাসে আবেদন করার পরামর্শ দিয়েছে বুলগেরিয়া।
কিন্তু সবগুলো দেশ এখনও এমন সিদ্ধান্ত জানায়নি।
দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে এসবসহ বিভিন্ন বিষয়টি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্ঠা। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কেও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “আমরা এই মিসইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি।”
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা লুটপাট করে নিয়ে যাওয়া বিপুল অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের সম্প্রীতি ও জাতীয় ঐক্যের লক্ষ্যে সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের জানান প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা। পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা।