গণআন্দোলনের মুখে সরকার পতনের পর বিক্ষোভকারীরা লুটপাট ও হামলা চালায় শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবনে’। সোমবার সেই গণভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয়
পরিদর্শন শেষে গণভবনকে দ্রুত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার নির্দেশ দেন ড. ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয়প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয়উপদেষ্টাদের নিয়ে ঘুরে ঘুরে গণভবনের চারপাশ দেখেন প্রধান উপদেষ্টা। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয় গত ৫ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয়উপদেষ্টাদেরকে জাদুঘর বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করতে বলেন ড. ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয় গণআন্দোলন ও জনরোষের মুখে গত ৫ অগাস্ট এই বাড়ি থেকেই ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর লুটপাট ও হামলা চালানো হয় পুরো গণভবনে। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয়বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং নোট লিখে তাদের ক্ষোভ প্রকাশ করে। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয়