Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ধ্রুব এষকে বিএসএমএমইউতে স্থানান্তর

ধ্রুব এষ
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

[publishpress_authors_box]

শিল্পী ধ্রব এষকে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে স্থানান্তর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা করছেন। সেসবের রিপোর্ট পাওয়া গেলে তার অবস্থা ঠিকমতো বোঝা যাবে।

শনিবার শিল্পী ধ্রুব এষকে বিএসএমএমইউয়ের প্রিভেনটিভ কার্ডিওলজি বিভাগে অধ্যাপক মো. হারিসুল হকের অধীনে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাকে বিএসএমএমইউর সিসিইউয়ে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়।

হারিসুল হক সকাল সন্ধ্যাকে বলেন, “দুপুর আড়াইটার দিকে তাকে এখানে ভর্তি করা হয়েছে। এরপর আমরা বেশ কিছু পরীক্ষা দিয়েছিলাম। কিছু রিপোর্ট হাতে পেয়েছি, কিছু এখনও আসেনি।

“তবে যেসব রিপোর্ট হাতে এসেছে, তাতে দেখা গেছে তার হার্ট ফেইলিউর (হৃদযন্ত্রের কার্যক্ষমতা অর্থাৎ রক্ত পাম্প করে পুরো শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন ও খাবার পৌঁছে দেওয়ার ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেকাংশে হ্রাস পেলে তাকে বলা হয় হার্ট ফেইলিউর।) হয়েছে। হয়ত তার হার্টে আগে থেকেই সমস্যা ছিল, কিন্তু তিনি সেটা জানতেন না। সঙ্গে কাশি, জ্বর, নিউমোনিয়াও রয়েছে। এর পাশাপাশি কিছুটা কিডনির সমস্যাও রয়েছে।”

এদিন বিকাল সাড়ে চারটার দিকে তার সঙ্গে কথা হয়েছে জানিয়ে অধ্যাপক হারিসুল হক বলেন, “এখন পর্যন্ত তিনি ঠিক আছেন। আশা করছি রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসা শুরু করলে তিনি সুস্থ হয়ে যাবেন।”

হারিসুল হকের ধারণা তার অসুস্থতার কারণ ভাইরাসের আক্রমণ। তিনি বলেন, “দেখা যাক কী হয়।” তবে শিল্পীর এমন অসুস্থতার সংবাদ জেনে তাকে দেখতে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে হারিসুল হক বলেন, “এতে করে তার ইনফেকশন (সংক্রমণ) অন্যদিকে যেতে পারে।”

গত ১৮ এপ্রিল তীব্র জ্বর, কাশি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় ধ্রুব এষকে।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত