দেশের বিভিন্ন আদালতে মাদক সংক্রান্ত ৮২ হাজার ৫০৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিচারিক আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ৮২ হাজার ৫০৭টি।
এসময় সরকার দলীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ইয়াবার অনুপ্রবেশ ঘটে মিয়ানমার থেকে আর গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইনজেক্টিং ড্রাগ অনুপ্রবেশ করে ভারত থেকে। ২০২৩ সালে মাদকের বিরুদ্ধে ৯৭ হাজার ২৪১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১ লাখ ২০ হাজার ২৮৭ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের জনবল পর্যাপ্ত না থাকায় সরকার বিগত তিন মেয়াদে ৮৩ হাজার ৫৭৭টি পদ বৃদ্ধি করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ জনসংখ্যার অনুপাত আগের তুলনায় হ্রাস পেয়েছে। বিভিন্ন দেশ ও মানদণ্ড বিবেচনায় পুলিশের জনবল বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। নোয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম বন্ধ ও সেবাপ্রার্থীদের সহজে পাসপোর্ট সরবরাহ করতে পাসপোর্টের জন্য আবেদন দাখিল, পাসপোর্ট ফি পরিশোধ অনলাইনভিত্তিক করা হয়েছে।
দেশের বিভিন্ন জনবহুল স্থানে (যেমন- কুমিল্লা, সিলেট) নতুন পাসপোর্ট অফিস স্থাপনের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম আউটসোর্সিংয়ের মাধ্যমে করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
এছাড়া ধনী গরীবের ব্যবধান কমিয়ে আনার জন্য সরকারের মধ্য ও দীর্ঘমেয়াদি বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের পক্ষে উত্তর দেন আইনমন্ত্রী।