Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ডিএসইতে প্রধান সূচক ১১২ পয়েন্ট ও লেনদেন ৪৮ শতাংশ বেড়েছে

ঢাকার একটি ব্রোকার হাউসে পুঁজিবাজারের লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার একটি ব্রোকার হাউসে পুঁজিবাজারের লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

বিভিন্ন ইতিবাচক উদ্যোগে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরায় চাঙ্গাভাব এসেছে পুঁজিবাজারে। টানা মূল্যসূচক পতনে বাজার যতোটা নেমেছিল, গত কয়েক দিনের উত্থানে আগের অবস্থানে ফিরে গেছে।

মূলধনী মুনাফার ওপর করহার (ক্যাপিটাল গেইন ট্যাক্স) অর্ধেকে নামিয়ে এনেছে সরকার। এছাড়া আরও কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে—এ খবরে বিনিয়োগকারীরা লেনদেনে ফিরেছে। বাজার এখন ভালোর দিকে যাবে বলে আশার কথা শুনিয়েছেন বাজার বিশ্লেষকরা।

গত কয়েক দিনের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবারও চাঙাভাবে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। দুই বাজারেই মূল্যসূচক বেড়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে সাড়ে ৪৮ শতাংশ বেড়েছে।   

এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ দশমিক শূন্য ১ পয়েন্টে। শতাংশ হিসাবে এই সূচক বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ।   

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে উঠেছিল। চলতি সপ্তাহের প্রথম দিন রবিবার অবশ্য এই সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৯০ দশমিক ৮৫ পয়েন্টে নেমে আসে। দ্বিতীয় দিন সোমবার ডিএসইএক্স ৬১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫২ দশমিক ৪৯ পয়েন্টে ওঠে।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শতাংশ হিসাবে এই সূচক বেড়েছে ২ শতাংশ।

পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে মূলধনী মুনাফার ওপর করহার অর্ধেকে নামিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এক প্রজ্ঞাপনে করহার কমানোর এই ঘোষণা এসেছে।  

বিদ্যমান আইনে ৫০ লাখ টাকার অধিক মূলধনী মুনাফার ওপর সর্বোচ্চ করহার ছিল ৩০ শতাংশ। সেই হার কমিয়ে অর্ধেক অর্থাৎ ১৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া সম্পদশালী করদাতাদের প্রদেয় করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হত। এতে পুঁজিবাজার থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর আয়কর ও সারচার্জ বাবদ মোট ৪০ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হত।

প্রজ্ঞাপনে ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফার ওপর প্রদেয় আয়কর ও সারচার্জ বাবদ সর্বোচ্চ করহার কমিয়ে ২০ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

গত ২৯ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নীতি সহায়তা দিতে সরকারের সঙ্গে আলোচনা করে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে।

পরের দিন ৩০ অক্টোবর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিএসইসিতে যান এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারে গতি ফেরাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মেয়াদে নীতিসহায়তাসহ নানা উদ্যোগ নেওয়া হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় সোমবার মূলধনী মুনাফার ওপর করহার অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

টানা পতনের পর গত সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার (২৯ অক্টোবর) দুই বাজারেই মূল্যসূচক বাড়ে; বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

অব্যাহত দরপতনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছিল, যা ছিল চার বছরের মধ্যে সবচেয়ে কম। সেই ধারাবাহিকতায় গত সপ্তাহের প্রথম দুই দিন রবিবার ও সোমবারও বড় পতন হয় বাজারে। রবিবার (২৭ অক্টোবর) ডিএসইএক্স প্রায় ১৫০ পয়েন্ট পড়েছিল। সোমবার (২৮ অক্টোবর) ৬৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৮ দশমিক ৫২ পয়েন্টে নেমে এসেছিল।

তৃতীয় দিনে মঙ্গলবার (২৯ অক্টোবর) পতন থেমে ঘুরে দাঁড়ায় বাজার। ডিএসইএক্স ১১৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার পয়েন্টের উপরে ৫ হাজার ১৭ দশমিক ৩২ পয়েন্টে ওঠে। পরের দিন বুধবারও দুই বাজারে সূচকে উল্লম্ফন দেখা যায়। ওইদিন ডিএসইএক্স ১৪৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ১৬৪ পয়েন্টে।

‘একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে’ সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারমানের এই ঘোষণার পরই বাজার ঘুরে দাঁড়িয়েছে বলে জানান বাজার বিশ্লেষকরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি বর্তমান পরিচালক শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী সকাল সন্ধ্যাকে বলেন, “বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। সে কারণে গত কয়েক দিনে উত্থান দেখা যাচ্ছে। আমরা ডিএসইর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মূলধনী মুনাফায় কর কমানোর দাবি জানিয়ে আসছি। বাজারের বাস্তব অবস্থা বুঝে সরকার এই করহার কমিয়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।”

‘এখন বাজার ভালোর দিকে যাবে’ আশার কথা শুনিয়ে তিনি বলেন, “বাজার অনেক পড়ে গিয়েছিল। এখন বিনিয়োগের সময়। বাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শেষ কিছু উদ্যোগ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিএসইসিতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে।”

“সেই বৈঠকের সিদ্ধান্তের আলোকেই মূলধনী মুনাফায় কর কমানো হয়েছে। আরও কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে হচ্ছে। তাই সার্বিক বিবেচনায় মনে হচ্ছে বাজার এখন ভালো হবে।”

মঙ্গলবারের বাজার পরিস্থিতি

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ দশমিক শূন্য ১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়া সূচক ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯১ দশমিক ৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৭ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০৪টিরই দাম বেড়েছে। কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর।

ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেনের অঙ্ক ছিল ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা। সপ্তাহের প্রথম দিন রবিবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৩ পয়েন্টে। শরিয়া সূচক ২২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৯৫৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৯৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার সিএসইতে ২৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯২টির দর বেড়েছে। কমেছে ৩২টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দর।

৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অঙ্ক ছিল ১২ কোটি ৯ লাখ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত