Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

অশ্বিনের মাইলফলক, ডাকেটের ঝড়ো সেঞ্চুরি

দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নিয়েছেন কুম্বলে। ছবি : এক্স
দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নিয়েছেন কুম্বলে। ছবি : এক্স
[publishpress_authors_box]

ব্যাটিং শুরুর আগেই ৫ রান যোগ হয়েছিল ইংল্যান্ডের স্কোরবোর্ডে! রবীন্দ্র জাদেজার পর রবিচন্দ্রন অশ্বিন রান নিতে গিয়ে ঢুকে পড়েছিলেন ২২ গজের সুরক্ষিত অংশে। তাই ক্রিকেটের নিয়মের ৪১.১৪.১ নম্বর ধারা অনুযায়ী বেন স্টোকসের দলকে দেওয়া হয় ৫ রান।

এমন শাস্তির দিনে মাইলফলকেও পা রেখেছেন অশ্বিন। ৪৯৯ উইকেট নিয়ে শুরু করেছিলেন রাজকোট টেস্ট। আজ (শুক্রবার) দ্বিতীয় দিন জ্যাক ক্রুলিকে ফিরিয়ে ৫০০তম উইকেটের মাইলফলকে পা রাখেন ভারতীয় এই স্পিনার।

৮৮ বলে সেঞ্চুরি করেছেন বেন ডাকেট। ছবি: এক্স

ভারত অলআউট হয় ৪৪৫ রানে। জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ২০৭ রানে। সেঞ্চুরি করেছেন বেন ডাকেট। জ্যাক ক্রুলি ১৫ ও অলি পোপ ফেরেন ৩৯ রানে। জো রুট অপরাজিত ৯ রানে।

ভারতের শাস্তি

বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এক বার পিচের মাঝের অংশ দিয়ে দৌড়ে সতর্কিত হয়েছিলেন। দ্বিতীয় বার এমন হলে শাস্তি পেতে হবে, জানিয়ে দেওয়া হয়েছিল। রবিচন্দ্রন অশ্বিন শুক্রবার তারপরও করেন ভুলটা।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেটের নিয়মের ৪১.১৪.১ নম্বর ধারায় বলা রয়েছে, ‘‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, কোনও ভাবেই পিচের ক্ষতি করা অনুচিত। প্রথম বার এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যাটার এবং দলকে সতর্ক করা হবে। প্রথম সতর্কবার্তাকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে। একই ইনিংসে দ্বিতীয় বার এমন ঘটলে প্রতিপক্ষ দল ৫ রান পেনাল্টি পাবে।’ এজন্য ৫ রান পেনাল্টি পায় ইংল্যান্ড।

ফিফটি হয়নি ধ্রুবর

রবীন্দ্র জাদেজা প্রথম দিনের খেলা শেষ করেছিলেন ১১০ রানে। দ্বিতীয় দিন আর ২ রান করেই জো রুটের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন তিনি। অভিষেকে ফিফটি করা সরফরাজ খানের মত ৫০ রানের পথেই ছিলেন আরেক অভিষিক্ত ধ্রুব জুরেল। কিন্তু ৪৬ রানে রেহান আহমেদের বলে বেন ফোকসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

রবিচন্দ্রন অশ্বিন ৩৭ ও জাসপ্রিত বুমরা করেন ২৬। ভারত অলআউট ৪৪৫ রানে। মার্ক উড ৪টি ও রেহান আহমেদ নেন ২ উইকেট।

অশ্বিনের ৫০০

ইংল্যান্ডের প্রথম উইকেট নিয়ে অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রাখেন রবিচন্দ্রন অশ্বিন।  জ্যাক ক্রলির ক্যাচ রজত পাতিদার তালুবন্দি করতেই পৌঁছান মাইলফলকে। সব মিলিয়ে ৫০০ উইকেট নেওয়া নবম বোলার তিনি।

৯৮ ম্যাচে ৫০০ উইকেট নিয়েছেন অশ্বিন যা দ্বিতীয়। লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ৫০০তম উইকেট নিয়েছিলেন ৮৭ ম্যাচে।

দেশের মাটিতে ৫৮তম টেস্ট খেলে অশ্বিন পেলেন ৩৪৭টি উইকেট। ২৬ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। ছ’বার ম্যাচে ১০টি বা তার বেশি উইকেট গিয়েছে অশ্বিনের ঝুলিতে।

৮৮ বলে সেঞ্চুরি ডাকেটের

ইংল্যান্ড খেলেছে নিজেদের পরিচিত বাজবল ক্রিকেট। শুরুতে ক্রলিকে হারালেও বেন ডাকেট পাল্টা আক্রমণে চাপে রাখেন ভারতীয় বোলারদের। তিনি সেঞ্চুরি করেন ৮৮ বলে, ইংলিশ ওপেনারদের মধ্যে যা টেস্টে দ্বিতীয় দ্রুততম।

দ্বিতীয় দিন শেষে ১১৮ বলে ২১ বাউন্ডারি ২ ছক্কায় ১৩৩ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত