এআইপিএস লিজেন্ড এওয়ার্ড পেলেন ক্রীড়াজগৎ সম্পাদক দুলাল মাহমুদ। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে এই স্বীকৃতি তুলে দেওয়া হয় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি দুলাল মাহমুদের হাতে।
১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে শুরু হয়েছে এআইপিএস কংগ্রেস। নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের (এনএসজেএফ) আয়োজনে কংগ্রেসের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় পালসার স্পোর্টস এওয়ার্ড। এই আয়োজনে নেপালের ক্রীড়া ব্যক্তিত্বদের পাশাপাশি এশিয়ার ছয়জন জেষ্ঠ্য ক্রীড়া সাংবাদিককে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। যার মধ্যে দুলাল মাহমুদ একজন।
এছাড়া ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও নেপালের একজন করে জেষ্ঠ্য ক্রীড়া সাংবাদিককে দেওয়া হয়েছে লিজেন্ড এওয়ার্ড। পাশাপাশি ২০২৩ সালের সেরা সংস্থা হিসেবে পুরস্কৃত করা হয়েছে হংকং স্পোর্টস জার্নালিস্ট ফোরামকে। উল্লেখ্য, ২০২২ সালে সেরা সংগঠনের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ।