Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

দশমবার বিশ্ব রেকর্ড গড়েও বিস্মিত নন ডুপ্লান্টিস

ddd
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

পোল ভল্টে একটা সময় রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাততেন সের্গেই বুবকা। বুবকার রেকর্ড ভেঙে এখন এই খেলার রাজত্ব সুইডেনের ২৪ বছরের তারকা আরমান্ড ডুপ্লান্টিসের।

প্যারিস অলিম্পিক প্রত্যাশামতই জিতেছিলেন সোনা। ৬ দশমিক ১০ মিটার উচ্চতা পেরিয়ে অলিম্পিক রেকর্ডের পর বিশ্ব রেকর্ড গড়েন ৬.২৫ মিটার লাফিয়ে। রবিবার সিলেসিয়া ডায়মন্ড লিগে নিজের রেকর্ড ভাঙলেন আরও একবার।

ডুপ্লান্টিস নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ৬.২৬ মিটার লাফিয়ে। এ নিয়ে নিজেরই রেকর্ড ভাঙলেন দশমবার। এই মৌসুমেই রেকর্ডটা ভাঙলেন তিনবার। তারপরও বিস্মিত নন ডুপ্লান্টিস, ‘‘এ বছর আমার লক্ষ্য ছিল অলিম্পিক, রেকর্ডটা স্বাভাবিকভাবেই হয়েছে কারণ আমি ভালো অবস্থায় ছিলাম। তাই আজকের রেকর্ডে আমি বিস্মিত নই তবে কৃতজ্ঞ।’’

তিনি আরও যোগ করেন, ‘‘অলিম্পিকের পর এই টুর্নামেন্টে নামব কি না ঠিক ছিল না। ভেবেছিলাম ছুটি কাটাব। কিন্তু পরিবারের সবাই ডায়মন্ড লিগে নামতে বলল। তাই আরও একটি পদক পেয়ে খুশি।’’

ডুপ্লান্টিস বিশ্বরেকর্ড গড়ার পরে স্টেডিয়ামের সবাই অভ্যর্থনা জানান দাঁড়িয়ে। তাতে আপ্লুত তিনি, , ‘‘বিশ্বের সব প্রান্তে ভালোবাসা পাই। সাইলেসিয়া স্টেডিয়ামও আপন করে নিল।’’

একটা সময় মনে হতো বুবকার ৬ দশমিক ১৪ মিটার উচ্চতা পেরোনো অসম্ভব। ২০২০ সালে ৬ দশমিক ১৭ মিটার পেরিয়ে সেটাই করে দেখান ডুপ্লান্টিস। ২০২২ সালে নিজের রেকর্ড ভাঙেন তিনবার। এই বছরও তিনবার ভাঙলেন রেকর্ডটা।

কে জানে, আকাশই হয়তো সীমানা ডুপ্লান্টিসের।

এদিকে নরওয়ের জ্যাকব ইঙ্গারব্রিগস্টেইন ৩০০০ মিটারে ভেঙেছেন ২৮ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড। ৭ মিনিট ১৭ দশমিক ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ১৯৯৬ সালে আগের ৭ মিনিট ২০ দশমিক ৬৭ সেকেন্ডের রেকর্ডটা ছিল কেনিয়ার ড্যানিয়েল কোম্যানের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত