Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ক্রিকেটারদের পারিশ্রমিক পুরো পরিশোধে আরও দেরি রাজশাহীর

rajshahi 2
[publishpress_authors_box]

প্রতিশ্রুতি মতো নির্ধারিত সময়ে আবারও ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি দুর্বার রাজশাহী মালিকপক্ষ। অবশ্য দেনা শোধ করা হয়েছে কিছু। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দলের সকল বাংলাদেশি ক্রিকেটারদের ৭৫ ভাগ অর্থ পরিশোধ করেছে তারা।

শুক্রবার এক বিবৃতি দিয়ে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, বিসিবির গাইডলাইন মতো ৮ মার্চের মধ্যে ক্রিকেটারদের শেষ ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেবে দলটির মালিকপক্ষ। পুরো আসর ধরেই ধৈর্য্য রাখার ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছে তারা।

অবশ্য সরকারকে দেওয়া প্রতিশ্রুতিতে ১০ ফেব্রুয়ারীর মধ্যে ক্রিকেটারদের পাওনা পরিশোধের কথা বলেছিলেন রাজশাহীর মালিক শফিকুর রহমান। বিপিএলের শেষদিকে পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে। সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন– ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি সকল পাওনা পরিশোধ করা হবে।

এর আগে পারিশ্রমিক বকেয়া ইস্যুতে বিপিএলজুড়ে সমালোচিত ছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের অনুশীলন এবং ম্যাচ (বিদেশি ক্রিকেটার) বয়কট, হোটেল এবং অন্যান্য স্টাফদের বেতন বকেয়াসহ নানা অনিয়মের জন্ম দেয় তারা। এ ছাড়া পারিশ্রমিক প্রদানে যে চেক ব্যবহার করেছিল দুর্বার রাজশাহী। সেই চেক বাউন্সের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত