Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভাটায় ধুলামাখা জীবন

দ্রুত নগরায়নের কারণে ইটের চাহিদা বাড়ছে। তাতে ব্যস্ততা বাড়ছে ইটভাটার শ্রমিকদের।ছবি: হারুন-অর-রশীদ
দ্রুত নগরায়নের কারণে বাড়ছে ইটের চাহিদা। তাতে ব্যস্ততা বাড়ছে ইটভাটার শ্রমিকদের।ছবি: হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
ইটভাটায় কাজ শুরু হয় সেই ভোরবেলা, চলে সন্ধ্যা পর্যন্ত। কাঁচা বা পোড়ানো ইটের মধ্যেই দিন কাটে শ্রমিকদের। মুন্সিগঞ্জ থেকে তোলা ছবি:  হারুন-অর-রশীদ
নারী ও পুরুষতো বটেই, ইটভাটার কাজে হাত লাগায় শিশুরাও। মুন্সিগঞ্জ থেকে তোলা ছবি:  হারুন-অর-রশীদ
পোড়ানোর জন্য কাঁচা ইট টেনে নিয়ে যাচ্ছেন দুই নারী শ্রমিক। ছবি:  হারুন-অর-রশীদ
কিন্তু দিনভর কাজ করেও ন্যূনতম মজুরি পান না শ্রমিকরা। তাদের জীবন কাটে অভাবে অনটনে। ছবি:  হারুন-অর-রশীদ
পরিবারের প্রয়োজনেই হয়তো পড়ার ও খেলার বয়সে কাজে নেমে পড়তে হয়েছে শিশু দুটিকে। মুন্সিগঞ্জ থেকে তোলা ছবি:  হারুন-অর-রশীদ
বাবা-মায়েরা কাজে ব্যস্ত। চারপাশে থাকা ইটের স্তুপের মধ্যেই ফুটবল খেলায় মেতেছে দুটি শিশু। ছবি:  হারুন-অর-রশীদ
বেশিরভাগ ইটভাটা করা হয়েছে চাষের জমিতে, তাতে হ্রাস পাচ্ছে কৃষি জমি। ইট পোড়ানোয় কয়লা ব্যবহার করায় ক্ষতি হচ্ছে পরিবেশেরও। ছবি:  হারুন-অর-রশীদ

আরও পড়ুন