Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

৪০ পেরিয়ে ২২ গজে থামলেন ব্রাভো

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডোয়াইন ব্রাভো। ছবি: এক্স
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডোয়াইন ব্রাভো। ছবি: এক্স
[publishpress_authors_box]

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সবচেয়ে সফল ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। শিরোপা জিতেছেন পাঁচবার। প্রতিযোগিতাটির এবারের আসর শেষেই ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু চোট পাল্টে দিল সিদ্ধান্ত। সিপিএলের মাঝপথেই অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে কুঁচকিতে চোট পেয়েছিলেন ব্রাভো। তাতে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডারের বাকি মৌসুম থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায়। সিপিএলে আর খেলতে পারবেন না নিশ্চিত হওয়ার পরই ২২ গজে থামার সিদ্ধান্ত নিয়েছেন ৪০ পেরোনো ব্রাভো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ব্রাভো লিখেছেন, “হৃদয় চালিয়ে যেতে চায় (খেলা), কিন্তু শরীরের ব্যথা ও ধকল আর সহ্য করতে পারছে না। আমি নিজেকে এমন অবস্থানে ঠেলে দিতে পারব না, যেখানে সতীর্থ, ভক্ত কিংবা যে দলের প্রতিনিধিত্ব করছি, তারা আমার জন্য হতাশ হবে। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়েই বলছি, আমি আনুষ্ঠানিকভাবে খেলাটি থেকে অবসর ঘোষণা করছি। আজ চ্যাম্পিয়ন বিদায় জানাচ্ছে।”

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ব্রাভো এই ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। স্বীকৃত টি-টোয়েন্টির ৫৮২ ম্যাচে নিয়েছেন ৬১৩ উইকেট। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ডে তিনি পিছিয়ে আছেন কেবল একসময়কার ক্যারিবিয়ান সতীর্থ কাইরন পোলার্ড থেকে। পোলার্ড খেলেছেন ৬৮৪ ম্যাচ।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ব্রাভো। পুরোপুরি অবসর নেওয়ার আগেই অবশ্য কোচিং ক্যারিয়ার শুরু করেছেন। গত বছর কাজ করেছেন চেন্নাই সুপার কিংসের সঙ্গে। এছাড়া আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গীও হয়েছিলেন ব্রাভো।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত