দেশে প্রকাশিত পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন ও অন্য কোনও প্রচারণার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরাত দিয়ে একথা জানিয়েছে তথ্য অধিদফতর।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনও প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো – প্রধান উপদেষ্টার কার্যালয়।”
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার রাতে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
এরপর শুক্রবার সকালে দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হয়। তারপরই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমন একটি বিজ্ঞপ্তি এলো।