Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ইইউতে দক্ষ কর্মী পাঠাতে ৩ মিলিয়ন ইউরোর প্রকল্প

ilo-program
[publishpress_authors_box]

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে ঢাকায় ৩ মিলিয়ন বা ৩০ লাখ ইউরো অর্থায়নে একটি প্রকল্প চালু হয়েছে।

ইইউ’র অর্থায়নে বুধবার চালু হওয়া ট্যালেন্ট পার্টনারশিপ নামের প্রকল্পটি আন্তর্জাতিক শ্রম সংস্থা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যৌথভাবে বাস্তবায়ন  করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, এই প্রকল্পের আওতায় ইইউতে কর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৭ সালের মধ্যে ৩ হাজার কর্মীকে প্রয়োজনীয় দক্ষতায় প্রস্তুত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ইউরোপে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ আইনি অভিবাসনের পথ এবং অনিয়মিত অভিবাসন কমানোর উপর জোর দিয়ে প্রকল্পটি ইইউ সদস্য রাষ্ট্রগুলোর শ্রম বাজারে বিভিন্ন খাতে শ্রম অভিবাসনের জন্য তাদের দক্ষতার মান অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

কর্মীদের বিভিন্ন দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রকল্পটি কর্মীদের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে বের করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্মকে উন্নত করতে সহায়তা করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, দক্ষ চাকরি প্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এই উদ‌্যোগগুলো অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রবাসী কর্মীরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা মোকাবিলার গুরুত্ব স্বীকার করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “এই প্রকল্প কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, যা বাংলাদেশের রেমিট্যান্স বাড়াবে।”

আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে বলেন, এই উদ্যোগ প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য নিয়োগকে সহজতর করার লক্ষ্যে কাজ করবে।

এই উদ্যোগ মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করবে– এমন আশাবাদ জানিয়ে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত এবং প্রধান প্রতিনিধি মাইকেল মিলার বলেন, “আইনি অভিবাসনের পথ তৈরির পাশাপাশি আমাদের অনিয়মিত অভিবাসন শেষ করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অংশীদাররা প্রকল্পের মূল উদ্দেশ্য ও কৌশলগুলো অনুমোদন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত