Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিরতে চান এবাদত

ebadot
[publishpress_authors_box]

এক ইনজুরির কারণে দুটো বিশ্বকাপ হাত ছাড়া হয়ে যাওয়ার উপক্রম এবাদত হোসেনে। ২০২৩ বিশ্বকাপে ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও ইনজুরির কারণে ছিটকে যান। এবার জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার সেরে ওঠা নিয়েও প্রশ্ন আছে। এই পেসার অবশ্য মনে বিশ্বাস রাখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফেরার।

আর ক’দিন পর শুরু হতে যাওয়া বিপিএল নিয়ে সরব বাংলাদেশ ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মতো মাঠ ভাড়া করে প্রস্তুতি শুরু করেছে। ১৯ জানুয়ারি থেকে লড়াইয়ে নামতে ব্যস্ত ক্রিকেটাররা। অথচ এবাদত মাঠে নামলেন ক্রিকেটে ফিরে আসার চেষ্টায়।

মিরপুর অ্যাকাডেমি মাঠে আজ এবাদত ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ার কিছু ব্যায়াম করেছেন। বালুর ওপর পায়ে ভর দিয়ে করা সেই ব্যায়ামেই এখন সীমাবদ্ধ এবাদতের অনুশীলন। গত ৩০ আগস্ট ইংল্যান্ডে হাঁটুর অস্ত্রোপচার করেছিলেন এবাদত। এতদিন বিশ্রামে থাকার পর আজ পুনর্বাসন ব্যায়াম শেষে খেলতে না পারার আক্ষেপটা করেন।

এবাদত জানান, ‘‘খেলোয়াড় যেহেতু, খেলতে না পারলে তো খারাপ লাড়বেই। সবাই বোলিং করছে, আমারও মন চায় একটু বল করি।’’

অস্ত্রোপচার করা এবাদতের পুরোদমে মাঠে ফিরতে আরও ৭-৮ মাস লাগবে। কিন্তু এবাদত জুনের বিশ্বকাপের আগে ফিরতে চান, ‘‘তাড়াহুড়ো করছি না। যে প্রক্রিয়ায় এগোচ্ছি মনে হচ্ছে ঠিক আছে। সেদিন পায়ের মাপ ছিল, মাসলের। ভালো অগ্রগতি হয়েছে। রিহ্যাবটা ভালো হচ্ছে। এজন্য আশা করছি বিশ্বকাপের আগে ফিরতে পারব।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত