Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
প্যারিস অলিম্পিক

টেনিস দ্বৈতের সোনা অস্ট্রেলিয়ার

পুরুষ দ্বৈতে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন ও জন পিয়ার্স। ছবি: টুইটার
পুরুষ দ্বৈতে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন ও জন পিয়ার্স। ছবি: টুইটার
[publishpress_authors_box]

প্যারিস অলিম্পিকে টেনিসের দ্বৈত ইভেন্টে ফেভারিট ছিল রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাস জুটি। স্পেনের এই তারকা জুটিকে বিদায় করে সোনার লড়াইয়ে চালকের আসনে বসেন যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাইসেক ও রাজিব রাম। যদিও স্বপ্নপূরণ হলো না তাদের। এই জুটিকে হারিয়ে পুরুষ দ্বৈতে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন ও জন পিয়ার্স।

রোলাঁ গাঁরোতে টানটান উত্তেজনাকর ম্যাচে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শনিবার (৩ আগস্ট) এই লড়াইয়ে শেষ হাসি অস্ট্রেলিয়ার। এবডেন ও পিয়ার্স জুটি ম্যাচ জিতেছেন ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-১) ও ১০-৮ সেটে।

ফাইনালের আগে প্যারিসে চমৎকার সময় কাটিয়েছেন রাম-ক্রাইসেক জুটি। ফাইনালে ওঠার আগে কোনও সেট হারেনি তারা। কিন্তু আসল মঞ্চে এসে পারলেন না তারা। প্রথমবার সেট হারের সঙ্গে ম্যাচ হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো আমেরিকান জুটিকে।

২ ঘণ্টা ৪ মিনিটের লড়াই জিতে নতুন ইতিহাস লিখলেন এবডেন ও পিয়ার্স। অলিম্পিকের দ্বৈত ইভেন্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জুটি হিসেবে সোনা জিতলেন তারা।

৩৬ বছর বয়সী এই দুই খেলোয়াড়ের আগে ১৯৯৬ সালে আটালান্টা অলিম্পিক থেকে অস্ট্রেলিয়াকে প্রথম সোনা এনে দিয়েছিলেন টড উডব্রিজ ও মার্ক উডফোর্ড জুটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত