Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির বিরুদ্ধে ইসিতে অভিযোগ আওয়ামী লীগের

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার আগারগাঁওয়ে ইসি সচিব জাহাংগীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : সকাল সন্ধ্যা
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার আগারগাঁওয়ে ইসি সচিব জাহাংগীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ভোটের একদিন আগে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির বিরুদ্ধে নাশকতার অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ।

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকার আগারগাঁওয়ে ইসি সচিব জাহাংগীর আলমের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেন এবং সারাদেশে ১০টি ভোটকেন্দ্র আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত বলে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ।

যারা ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চান তাদের ভয়-ভীতি দেখানোর জন্যই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে বলে মনে করছেন বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘‘তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা ইসিতে এসেছিলাম। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।’’  

ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘‘কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।’’

সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে রবিবার গণতন্ত্রের উৎসবে অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানান বিপ্লব বড়ুয়া।

‘‘দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত