Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

উপজেলায় কেউ কাউকে প্রার্থী হতে বাধা দিতে পারবে না : ইসি

শনিবার বরিশালের শিল্পকলা একাডেমিতে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
শনিবার বরিশালের শিল্পকলা একাডেমিতে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
[publishpress_authors_box]

দেশের ষষ্ঠ উপজেলা নির্বাচনে কেউ কাউকে প্রার্থী হতে বাধা দিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

এতে উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে যাবে বলে মত এই কমিশনারের।  

শনিবার বরিশাল বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বরিশালের শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। সে অনুযায়ী আগামী ৮ মে ১৫২ উপজেলায় জনপ্রতিনিধি নির্বাচনে ভোট হবে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়েছে, উপজেলা নির্বাচনে তারা কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেবে না।

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী বিরোধী দল বিএনপি স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে।

সবমিলিয়ে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। এর মধ্যে ২৮টি ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপিসহ সমমনা ১৬টি দল এ ভোটে ছিল না।

শনিবার বরিশালে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, উপজেলা নির্বাচনে প্রার্থী যত প্রভাবশালী হোক না কেন নির্বাচনী আইন-কানুন শতভাগ মেনে চলতে হবে।  

তিনি বলেন, “নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে প্রয়োজনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেবে কমিশন। পূর্বের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচন আরও ভালো হবে।”

সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে কমিশন সব ধরনর পদক্ষেপ নেবে বলে দাবি করে তিনি বলেন, “এবারই প্রথম সব প্রার্থীর জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে কেউ কাউকে প্রার্থী হতে বাধা দিতে পারবে না।

“অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের অপেক্ষা না করে পূর্বেই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা।”

উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন অনঢ় থাকবে জানিয়ে তিনি বলেন, “নির্বাচন নিয়ে কেউ কোনও ধরনের সংঘাত-সহিংসতায় জড়াবে না। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক অ্যাকশনে যাবে কমিশন।
“নির্বাচন কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ ভূমিকা দৃষ্টিগোচর হওয়াতে ইতিমধ্যে বিভিন্ন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত