দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ভোট হওয়া ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয় পেয়েছে ২২২টি আসনে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২টি আসনে।
সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।
সোমবার বিকালে রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোটের পূর্ণাঙ্গ এই ফল ঘোষণা করেন।
তিনি জানান, ময়মনসিংহ-৩ আসনে একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় এই আসনের ফল ঘোষণা হয়নি। আগামী ১৩ জানুয়ারি স্থগিত কেন্দ্রে ভোট হবে। এরপর এই আসনের ফল ঘোষণা করা হবে।
সংসদের ৩০০ আসনের মধ্যে রবিবার ২৯৯টি আসনে ভোট হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত ছিল।
রবিবার দিনভর ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন ভবনে ফল ঘোষণা শুরু করেছিলেন ইসি সচিব জাহাংগীর আলম। একের পর এক আসনের পূর্ণাঙ্গ ফল পাওয়া যাচ্ছিল তার ঘোষণা থেকে, আসনভিত্তিক ফল নির্বাচন ভবনে বোর্ডে টানিয়েও দেওয়া হচ্ছিল।
তবে সব আসনের ফল ঘোষণা না করেই ভোররাতে নির্বাচন ভবন ছেড়ে যান ইসি সচিব। ২৯৮ আসনের ফল ঘোষণা হয়েছে বলেও এসময় দাবি করেন তিনি। তবে তখনও সাংবাদিকরা সব আসনের ফল পাননি। ফলে পূর্ণাঙ্গ ফলের জন্য অপেক্ষায় থাকতে হয় সংবাদমাধ্যমের কর্মীদের।
অবশেষে সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেন। তিনি জানান, দেশের ২৯৮ সংসদীয় আসনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ।