ভোট নিয়ে বিভিন্ন দেশ থেকে কে কী বলল, সেসব দেখার সময় পাননি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এসব বিষয় দেখা তার কাজের মধ্যেও পড়ে না বলে মত তার।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯ আসনে ভোট হয়। বেসরকারি ফলে ২২২ আসনে জয় আওয়ামী লীগ। আর ৬২টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন, যার বেশিরভাগ আওয়ামী লীগ নেতা। অন্যদিকে জাতীয় পার্টি ১১; জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি করে আসনে জয় পেয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সই করা এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। ভোটে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় নিন্দাও জানায় দেশটি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘‘আমাদের বক্তব্য, যেটা গতকাল (সোমবার) প্রধান নির্বাচন কমিশনার বলে দিয়েছে। এ বিষয়ে আমার কোনও বক্তব্য নাই।’’
বিদেশ থেকে বলছে ভোটটা সুষ্ঠু হয়নি—এ প্রসঙ্গ তুললে এই কমিশনার বলেন, ‘‘সেটা বিদেশিদের জিজ্ঞেস করেন।”
আপনাদের মনে জিজ্ঞাসা নাই—এ প্রশ্নে তিনি বলেন, ‘‘না আমাদের মনে জিজ্ঞাসা নাই। কে কী বলল, সেটা দেখার তো আমরা সময় পাই না। ওটা আমাদের কাজের মধ্যেও পড়ে না। আমরা আমাদের কাজ করে যাব।’’
ওরা কেন তাহলে বলছে ভোটটা সুষ্ঠু হয়নি—এ প্রশ্নে তিনি বলেন, ‘‘এ বিষয়ে নির্বাচন কমিশনের ভিন্ন কোনও মন্তব্য দেওয়া হবে না।’’
ভোট আপনারদের দৃষ্টিতে সুষ্ঠু হয়েছে, বিদেশের কাছে কেন এমন মনে হলো— এ বিষয়ে তিনি বলেন, ‘‘আমাদের দৃষ্টিতে কী হল না হল, সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এর বাইরে আমাদের কোনও বক্তব্য নাই।
‘‘আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আমাদের যা করার সেভাবেই করেছি। বিধি সম্মতভাবে করেছি, নিয়মমত ভাবে হয়েছে সব কিছু। আমরা যেটা করার, আমরা মনে করি সঠিক করেছি।’’
নির্বাচন করে কমিশন কি সন্তুষ্ট— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সন্তুষ্ট, অসন্তুষ্ট কোনোটাই বলব না। নিয়মমত যা যা করা দরকার, সেটাই করেছি। অনিয়ম যেটা্ ছিল, সেটা আমরা গ্রহণ করেনি; যেটা নিয়ম ছিল, সেটা করেছি।
সেইভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, আইনশৃঙ্খলা খুব ভালো ছিল। সুষ্ঠভাবে ভোট হয়েছে।’’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেটের জন্য নির্বাচন কমিশন অনুমোদন করেছে বলে জানান এই কমিশনার।
তিনি বলেন, ‘‘তা প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে। কমিশনাররা স্বাক্ষর করেছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে।
‘‘ডিজিটাল যুগ তো। তাদের (বিজি প্রেসের) কাছে একটা সফট কপি দেওয়া থাকে। কোনও কারেকশন যদি থাকে তাহলে কারেকশনটা বলে দেওয়া; না হলে ওটাই প্রিন্ট করে দেয়। তারপর ওটা আজকেই হয়তো সংসদ সচিবলায়ে চলে যাবে।’’