Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আটক

হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি
হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি
[publishpress_authors_box]

নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার তুলাতলী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন হেলালুদ্দীন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন হেলালুদ্দীন। ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর তাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কক্সবাজারের ছেলে হেলালুদ্দীনকে আটকের পর কোতোয়ালী থানা হেফাজতে রাখা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী সকাল সন্ধ্যাকে বলেন, “সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে বিকালে খুলশী এলাকা থেকে আটক করা হয়। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে পরে জানানো হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত