দেশের আরও ১৩৭ উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই উপজেলার অবস্থান চট্টগ্রাম ও সিলেট বিভাগের তিনটি নির্বাচনী অঞ্চলে।
দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫। বুধবার ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ জানিয়েছিল ইসি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা শাখা প্রকাশিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম-কুমিল্লা অঞ্চল ও সিলেটের ১৫ জেলার ১৩৭ উপজেলার নির্বাচনও চারধাপে শেষ করতে চায় কমিশন।
প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ৪৪টি, তৃতীয় ধাপে ৩৪টি ও চতুর্থ ধাপে ১৪টি উপজেলায় ভোট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।