Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, লজ্জিত এমপিকে ক্ষমা ইসির

ইসিতে শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : সকাল সন্ধ্যা
ইসিতে শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

আচরণবিধি লঙ্ঘন করায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে ভোট দেওয়া বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক ক্ষমা প্রার্থনা করায় কমিশন তা আমলে নিয়ে তাকে দায়মুক্তি দিয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৃথক শুনানি শেষে এসব সিদ্ধান্ত গ্রহণের কথা সাংবাদিকদের জানান কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এদিন সকাল ১১টার দিকে চেয়ারম্যান প্রার্থীর শুনানি হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো.আলমগীর, আনিছুর রহমান ও ইসি রাশেদাসহ কমিশনের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, “গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের (প্রতীক ঘোড়া) বিরুদ্ধে ওঠা অভিযোগ কমিশন দেখেছে। তার বক্তব্য শুনেছে। সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।”

জামিল হাসান ‘অভ্যাসগতভাবে’ অপরাধ করেছে জানিয়ে অশোক বলেন, “ধারাবাহিকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দিয়েছে, মিছিল করেছে। সকল অভিযোগ কমিশন আমলে নিয়ে তার প্রার্থিতা বাতিল করেছে।”

জামিল হাসান দুর্জয় প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ছোট বোন রুমানা আলী টুসি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে। এ ধাপে দেশের ১৫৯ উপজেলায় ভোট হবে।

ইসির শুনানিতে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) আবদুল হাফিজ মল্লিক। ছবি : সকাল সন্ধ্যা

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিকের প্রকাশ্যে ভোট দেওয়া প্রসঙ্গে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “তার বিরুদ্ধে অভিযোগ ছিল– গত ৮ মে অনুষ্ঠিত ভোটে তিনি প্রকাশ্যে ভোট দিয়েছেন। অভিযোগগুলো কমিশন শুনেছে। তিনি ভুল স্বীকার করেছেন, লজ্জিত হয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। বলেছেন, ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না। তার ক্ষমা চাওয়ার বিষয়টি কমিশন আমলে নিয়ে তাকে অব্যাহতি দিয়েছে।”

গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্যে ভোট দেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য। ভোটের গোপনীয়তা রক্ষা না করা নির্বাচন বিধিমালা-২০১৩ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

‘তিলরে তাল বানাইছে চ্যানেল-পত্রিকা’

কমিশনে শুনানি শেষে বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) আবদুল হাফিজ মল্লিক বলেন, “এটা অত্যন্ত নগণ্য ও ছোট বিষয়। এটা তিলেরে তাল বানাইছে চ্যানেল ও পত্রিকা। এটা এমন না– আমি কাউকে বাধ্য করেছি ব্যালট দেখিয়ে ভোট দিতে।”

প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “গোপন কক্ষে যাওয়ার কাজটা আমি দাঁড়িয়ে করেছিলাম। লাস্ট মোমেন্টে ঠিক ৪টার কয়েক মিনিট আগে পৌঁছেছি। কেউ ছিল না সেখানে। খুব তাড়াতাড়ি করে ব্যালট নিয়ে ড্রপ করেছি। কাকে ভোট দিয়েছি কেউ দেখে নাই।”

এটা শাস্তিযোগ্য অপরাধ– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “এটা এত বড় অপরাধ না তো। কমিশনের সিদ্ধান্ত তাদের হাতে। আমি দুঃখ প্রকাশ করেছি।”

তার প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি যারা তুলেছে, তারাও নিয়ম লঙ্ঘন করেছে দাবি করে হাফিজ মল্লিক বলেন, “আমার মনে হয় না, আমি বেশি বড় ভুল করছি। বিধির কিছুটা লঙ্ঘন হইছে, এইটা সত্য।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত