Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

জয়ের খবর নিয়ে বাসায় ফিরে টিভিতে দেখলাম পরাজয় : নৌকার প্রার্থী

ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনর রশিদ সোমবার রাত ২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনে আসেন 
ভোটের হিসাব অমিলের অভিযোগ নিয়ে। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনর রশিদ সোমবার রাত ২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনে আসেন ভোটের হিসাব অমিলের অভিযোগ নিয়ে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কেন্দ্রের ফল গণনায় জয় পেয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ-উল্লাস করে বাসায় ফিরে টিভিতে পরাজয়ের খবর দেখলেন ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনর রশিদ মুন্না।

১৮৭টি কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যে ৬১৩ ভোটে জয়ে নিশ্চিত ছিলেন তিনি।  

ফল ঘোষণা অসম্পন্ন রেখে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইসি ভবন ছাড়ার পর সোমবার রাত ২টা ৪৫ মিনিটে মুন্না আসেন অভিযোগ নিয়ে।

তিনি বলেন, ‘‘আমাদের যারা এজেন্ট ছিল, তারা কেন্দ্র থেকে ফল নিয়ে এসেছে। যোগ করে দেখলাম আমরা ৬১৩ ভোটে এগিয়ে আছি। আমাদের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। আমিও তাদের সাথে ছিলাম। পরে বাসায় ফিরে টিভিতে দেখি আমি হেরে গেছি।’’

তিনি অভিযোগ করেন, দনিয়ার কাউন্সিলর মাসুম মোল্লা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিথী ঘোষের কারসাজিতে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার মসিউর রহমান মোল্লা সজলের কারসাজি আছে বলে মনে করছেন তিনি।

তিনি আরও বলেন, ‘‘আমি সাথে সাথে ধোলাইপাড়ে নির্বাচন কমিশনের অফিসে গেলাম। সেখানে দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার ছিল। তারা আমাকে সেগুণবাগিচা ঢাকা জেলা নির্বাচন কমিশনে যেতে বলল। আমি সেখানে গেলাম। রিটার্নিং অফিসার আমাকে বলল আমি তো ঘোষণা দিয়ে দিছি, আপনি নির্বাচন কমিশনে যান।’’

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তার। তিনি বলেন, ‘‘আমরা সরকার দলীয় প্রার্থী হওয়া সত্ত্বেও কোনও সুযোগ-সুবিধা পাই নাই। প্রশাসন আমাদের কথা শোনে না। দুর্নীতিবাজ প্রশাসনের জন্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলো, এতে আমি লজ্জিত।‘’

নির্বাচন কমিশনে হারুনর রশিদ মুন্নার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কায়সার।

তিনি বলেন, ‘‘আমরা ১৮৭টি ভোটকেন্দ্রের রেজাল্ট শিট কমিশনে জমা দেব এবং পুনরায় গণনার জন্য আবেদন করব। আগামীকাল পর্যন্ত কমিশনের বিবেচনার জন্য অপেক্ষা করব।’’

এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নির্বাচন কমিশন থেকে ঘোষিত ফল অনুসারে, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার  মসিউর রহমান মোল্লা সুজন পেয়েছেন ৫০ হাজার ৬৩১ ভোট।  আর আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার হারুনর রশিদ মুন্না পেয়েছেন ৫০ হাজার ৩৩৪ ভোট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত