হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, এ বছর নতুন ভোটার হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।
রবিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি জানান, রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে।
অশোক কুমার দেবনাথ জানান, হালনাগাদের পর খসড়া তালিকা অনুযায়ী সারাদেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ভোটার ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।
তিনি জানান, খসড়া তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন, নারী ভোটার ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন। ৭৫ জন তৃতীয় লিঙ্গের নতুন ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত এই সচিব জানান, ২০২৩ সালের ২ মার্চের ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দ্বাদশ ভোটের আগে ১৪ সেপ্টেম্বর হালনাগাদকৃত তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।