হাঁটার লড়াই। কে কত দ্রুত হেঁটে পথ পাড়ি দিতে পারেন, সেই প্রতিযোগিতাই হলো প্যারিস অলিম্পিকে। ২০ কিলোমিটার হাঁটার এই লড়াইয়ে সবাইকে ছাপিয়ে সোনার হাসি হেসেছেন ইকুয়েডরের ব্রায়ান পিনতাদো।
প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকস লড়াই শুরু হয়েছে ছেলেদের এই ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা দিয়ে। এই ইভেন্টে চমকই দেখিয়েছেন পিনতাদো। ২০২১ সালে টোকিও অলিম্পিকে তিনি হয়েছিলেন ১২তম। রিও অলিম্পিকে তো অবস্থা আরও খারাপ ছিল তার। ২০১৬ সালের অলিম্পিকে হয়েছিলেন ৩৭তম।
ইকুয়েডরের এই অ্যাথলেট প্যারিসে এসে চমকে দিলেন। ২০ মিটার হাঁটা প্রতিযোগিতায় ইকুয়েডরকে এনে দিলেন সোনা। পিনাতাদো তার ২০ কিলোমিটার হাঁটা শেষ করেছেন ১ ঘণ্টা ১৮ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে।
১৯৯৬ আটলান্টা অলিম্পিকে জেফারসন পেরেজের সৌজন্যে অ্যাথলেটিকসে সর্বশেষ সোনা জিতেছিল ইকুয়েডর। ২৮ বছর পর লাতিন দেশটিতে আবার সোনার হাসি ফেরালেন পিনতাদো।
তার পরে ১ ঘণ্টা ১৯ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ব্রাজিলের কাইয়ো বোনফিম। হাঁটা প্রতিযোগিতায় এটি ব্রাজিলের প্রথম অলিম্পিক পদক জয়। ব্রোঞ্জ জিতেছেন স্পেনের আলভারো মার্তিন। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৯ মিনিট ১১ সেকেন্ড।