Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

১৩০ টাকায় ডিম, কম দামে মিলছে আরও ৯ পণ্য

খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় ভর্তুকি মূল্যে ট্রাকে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সচিবালয়-সংলগ্ন আবদুল গণি রোড থেকে ছবিটি তুলেছেন জীবন আমীর
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
ঢাকার মোহাম্মদপুর, মিরপুর ১০, গাবতলীসহ ২০টি এলাকায় প্রতিদিন এই পণ্যবাহী ট্রাক দেখা যাবে। ছবি : জীবন আমীর
খাদ্য ভবনের সামনে মঙ্গলবার কৃষি ওএমএস কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : জীবন আমীর
নিত্যপণ্যের অস্থির বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে এই কর্মসূচিতে রাখা হয়েছে ১০টি পণ্যের প্যাকেজ। ৬৫০ টাকার এই প্যাকেজে আছে ১ ডজন ডিম, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি কাঁচা মরিচ, ১ কেজি করলা, ১ টুকরো কুমড়া, ১ কেজি পেঁপে, ১ কেজি পটল, ১ কেজি লাউ ও ১ কেজি কচুর মুখি। ছবি : জীবন আমীর
বাজারে ডিমের ডজন ১৭০ টাকা হলেও কৃষি ওএমএস কর্মসূচিতে ডিমের দাম ধরা হয়েছে ডজনপ্রতি ১৩০ টাকা। ছবি : জীবন আমীর   
খাবারের প্যাকেজ দেওয়ার সময় ভোক্তার নাম, মোবাইল নম্বর টুকে নিচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের একজন। ছবি : জীবন আমীর   
ডিম বাদে ৯টি পণ্য বস্তা থেকে বের করে এক ব্যাগে রাখা হচ্ছে। ছবি : জীবন আমীর     

আরও পড়ুন