ঈদ উপলক্ষে ঝিমিয়ে পড়া বিনোদন জগত আবার চাঙা হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৬টি সিনেমা। এছাড়া টেলিভিশন চ্যানেল আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তেও আসবে বেশ কয়েকটি আনকোরা নতুন সিনেমা।
কোনও কোনও ওটিটি এবং টিভি চ্যানেলে ঈদ উপলক্ষে নতুন সিরিজ ও নাটক ইতিমধ্যেই এসে গিয়েছে। আবার ওটিটি চ্যানেল ও টিভি সিরিজের বাইরেও ইউটিউবে নির্মাতা ঈদের বিশেষ বিনোদন নাটক বা ওয়েবফিল্ম মুক্তি দিয়েছেন।
বড় পর্দায় ছয় সিনেমা
চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতি জানিয়েছে রোজার ঈদে সিনেমা হলগুলোয় মুক্তি পেতে যাচ্ছে-বরবাদ, দাগি, জংলি, জ্বিন ৩, চক্কর ৩০২ এবং অন্তরাত্মা।
এর মধ্যে নিঃসন্দেহে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে।
একশ’রও বেশি সিনেমা হলে ‘বরবাদ’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রযোজক শাহরিন সুমি। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম চলচ্চিত্র। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আইটেম সং-এ অংশ নিয়েছেন কলকাতার আরেক নায়িকা নুসরাত জাহান।
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটিও ব্যবসা সফল হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। আফরান নিশোর দ্বিতীয় সিনেমা । এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ‘বরবাদ’-এর পর প্রেক্ষাগৃহের সংখ্যায় এগিয়ে রয়েছে ‘দাগি’। তবে কয়টি হলে এটি মুক্তি পাচ্ছে সেটি জানা যায়নি।
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ। তার সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী ও দীঘি। সিনেমার চরিত্রে সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে আলোচনায় এসেছে। অনেকেই এই সিনেমাটি থেকে চমক প্রত্যাশা করছেন।
ভৌতিক গল্প নিয়ে নির্মিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ধারণা করা হচ্ছে ঈদের বাজারে ভালো প্রভাব ফেলবে কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি। ইতিমধ্যে এর গান ‘কন্যা’ শ্রোতা ও দর্শকদের ভালো লেগেছে বলেই আঁচ পাওয়া যাচ্ছে।
সরকারি অনুদানে নির্মিত অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এটি পরিচালকের প্রথম সিনেমা। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও ছবির টিজার আলোচনার জন্ম দিয়েছে। শেষ মুহূর্তে এসে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’ও মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গিয়েছে।
২০২১ সালে শুরু হয়েছিল ‘অন্তরাত্মার’ শুটিং। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। ‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
ওটিটি ও টেলিভিশনে নতুন সিনেমা
ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত স্বপ্ন নিবেদিত চরকি অরিজিনাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’ ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বুবলি, তমা মির্জার সঙ্গে নবাগত নায়ক রাজ মানিয়েকে দেখতে পারবে দর্শক। এতে নতুন লুকে হাজির হয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
ঈদের দিন সকালে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিল হিম’।
যারা রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের জন্য আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এই ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এটি মুক্তি পাচ্ছে।
এছাড়াও যত সিনেমা
এছাড়াও ঈদে এক্সক্লুসিভলি ওটিটি প্ল্যাটফর্ম চরকি সাতটি সিনেমা আনছে তার দর্শকদের জন্য। এগুলো হলো- অগ্নি, আশিকী-ট্রু লাভ, রোমিও জুলিয়েট, দেশা-দ্য লিডার, হিরো ৪২০, অঙ্গার ও ভালোবাসা আজকাল।
চ্যানেল আই নিয়ে আসছে গত বছর মুক্তি পাওয়া শকিব খানের শাকিব খান অভিনীত অনন্য মামুনের আলোচিত ছবি ‘দরদ’। প্যান ইন্ডিয়ান এই ছবিটি পরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও স্ট্রিমিং হয়। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন। এছাড়া ঈদের ৩য় দিন সুমন ধর পরিচালিত এবং শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ অভিনীত সিনেমা ‘আগন্তুক’ প্রচার করবে টিভি চ্যানেলটি।
ঈদের চতুর্থ দিন গেল বছর বড়পর্দায় মুক্তি পাওয়া কাজী মারুফের প্রবাসীদের নিয়ে সিনেমা ‘গ্রিন কার্ড’ এবং ঈদের পঞ্চম দিন ভৌতিক গল্পের সিনেমা এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ প্রচার করবে চ্যানেল আই । এতে অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার অনন্যাসহ অনেকেই।
ঈদের ষষ্ঠ দিন আকাশ আচার্য্য নির্মিত গত বছরের ডিসেম্বরে মুক্তি যাওয়া সিনেমা ‘মাকড়সার জাল’এবং ঈদের সপ্তম দিন অনন্য মামুন পরিচালিত ছবি সমালোচিত সিনেমা ‘মেকআপ’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করতে যাচ্ছে চ্যানেল আই। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।
শিশু-কিশোরদের সিনেমা
ঈদে বাচ্চাদের সিনেমার বাংলা ডাবিং নিয়ে আসছে দুরন্ত টেলিভিশন। ঈদের দিন বিকাল ৩টায় ‘অ্যালিস মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার’-এর বাংলা প্রিমিয়ার হবে দুরন্ত টিভিতে। ঈদের দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত যথাক্রমে দেখানো হবে- কিং লরিন, দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার, শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দি এনচান্টেড রিফ এবং অ্যাট আই লেভেল। সিনেমাগুলো প্রত্যেকদিনই বিকাল ৩টায় শুরু হবে।



