Beta
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ঈদের দিন বৃষ্টিমুক্ত থাকার আভাস

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ হবে বুধবার। এরই ধারাবাহিকতায় চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে বৃহস্পতিবার।

এদিন আবহাওয়া কেমন থাকবে, এনিয়ে জানার আগ্রহ সবার।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে।

অর্থাৎ এবারে ঈদের দিন বৃষ্টি নাও হতে পারে। তবে তাপমাত্রা বাড়বে। ১১ তারিখ সকাল পর্যন্ত আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডাই থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই প্রবাহ আরও বাড়তে পারে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এসময়ে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দুই-চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর এক থেকে দুটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তখন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে উঠতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত