Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঈদে নিরাপত্তার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

ঈদুল আজহার আগের দিন রবিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সকাল সন্ধ্যা
ঈদুল আজহার আগের দিন রবিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঈদুল আজহা উদযাপনে কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ঈদুল আজহার আগের দিন রবিবার ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, কোনও ধরনের হুমকি বা জঙ্গি তৎপরতার আগাম খবর তাদের কাছে নেই। হুমকি না থাকলেও সব বিষয় বিবেচনায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে।

তিনি জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে পুলিশ সচেষ্ট থাকবে।

“চামড়া নিয়ে কোনও অরাজকতা বরদাশত করা হবে না। চাঁদাবাজ ও মৌসুমী ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর নজরদারি থাকবে”, বলেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, জাতীয় ঈদগাহের পাশাপাশি বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামায়াতের জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরো এলাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) যন্ত্রপাতি ও ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলানো হবে। সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমেও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, “মেটাল ডিটেকটর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্ম পুলিশ ছাড়াও ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে। কোনও দাহ্য বস্তু নিয়ে ঈদের জামাতে আসা যাবে না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত