Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

শান দেওয়ার তাড়া

কোরবানির ঈদের বাকি আর কয়েক দিন। কামারপাড়ায় শুরু হয়েছে দা-বটিতে শান দেওয়ার তাড়া। ছবি : সকাল সন্ধ্যা
পশু কোরবানির কাজে দরকার পড়বে দা, বটি, ছুরি, চাপাতি। কেউ নতুন করে কিনছেন, আবার কেউ আগেরগুলোই শানিয়ে নিচ্ছেন। ছবি : সকাল সন্ধ্যা
সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে ঘিরে কামারদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। কারিগরদের এখন যেন দম ফেলারও সময় নেই। ছবি : সকাল সন্ধ্যা
ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে বানানো দা-বটি সাজিয়ে রাখা হচ্ছে দোকানে। ছবি : সকাল সন্ধ্যা
বাজার ঘুরে জানা যায়, পশুর চামড়া ছাড়ানো ছুরি ১০০-২০০ টাকা, বটি ৩০০-৫০০ টাকা ও চাপাতি ৬০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যা
তবে কয়লার দাম বেশি হওয়ায় এবার দা-বটি, ছুরি ও চাপাতির দাম কিছুটা বেশি বলেও বলে জানিয়েছেন বিক্রেতারা। ছবি : সকাল সন্ধ্যা
কারওয়ান বাজারের কামারপাড়ার একটি দোকানের দৃশ্য। এরই মধ্যে দা-বটি কিনতে আসতে শুরু করেছেন ক্রেতারা। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন