Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বাড়ি ফেরার আনন্দের কাছে ফিকে ভ্রমণের যন্ত্রণা

ss-mohakhali-eid-14-5-24
[publishpress_authors_box]

মোহাম্মাদ সোহাগ ঢাকার মহাখালীর এনা কাউন্টারে এসে দাঁড়িয়েছেন সকাল ৭টায়। তার সঙ্গে যখন কথা হয় তখন ঘড়ির কাঁটা সাড়ে নয়টা ছুঁই ছুঁই। লম্বা লাইনে তার সামনে তখনও প্রায় ২০ জন।

দীর্ঘ আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও বিরক্তির ছাপ নেই সোহাগের মুখে। প্রিয়জনের কাছে ফেরার আকুলতার কাছে এটুকু কষ্ট কিছুই না। তিনি বলেন, “একটু লাইনে দাঁড়াইয়া থাকতে হইতেছে। তারপরও এটা কোনও সমস্যা না।”

বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া সোহাগ সকাল সন্ধ্যাকে বলেন, “ভাড়াও রেগুলার সময়ে যা ছিল তাই। আগেও তিনশ বিশ টাকা ছিল। এখনো তিনশ বিশ টাকা।”

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ১৫ দিনের ছুটি পেয়েছেন মাদ্রাসা ছাত্র তামজিদ মোস্তফা। ভোর ছয়টায় বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন মোহাম্মাদপুরের বাসা থেকে। এখন বাসে উঠার অপেক্ষা।

বাসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘টিকেট পর্যন্ত তো যাইতে পারি নাই। এখনও অনেক পিছনে দাঁড়াইয়া আছি।”

ভাড়া একটু বেশি নেওয়া হলেও, টিকেট সহজে পেয়ে যাওয়ায় খুশি ময়মনসিংহের আরেক যাত্রী। তিনি জানান, “ভাড়া আগে ছিল আড়াইশো থেকে তিনশ টাকা। এহন চারশ কইরা নিতেছে।”

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী এই যাত্রী জানান, অগ্রিম টিকেট কাটতে হয়নি। স্ট্যান্ডে এসেই টিকেট পেয়েছেন।

মহাখালী থেকেই চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় একতা পরিবহন। দূরপাল্লার এই বাসের সব অগ্রিম টিকেট বিক্রি শেষ। একতার কাউন্টার মাস্টার মো. ইলিয়াস সকাল সন্ধ্যাকে বলেন, “ঈদের আগে সবদিনের টিকেট বিক্রি শেষ। হঠাৎ যদি দুই একজন না আসে তখন সেগুলো থাকে। তখন দেওয়া যায়।

“তাছাড়া কিছু সিট মালিক সমিতির জন্য রাখা। ওনারা না চাইলে এগুলো দিয়া দেই।”

তবে সেটাও বেশি না জানিয়ে মো. ইলিয়াস বলেন, “অল্প কয়ডার মতন। এখন আর টিকেট নাই। টোটালি নাই।”

ঈদের আগে আগে যাত্রীদের চাপের মধ্যেও পরিবহনগুলো সময়মত কাউন্টার ছেড়ে যাচ্ছে বলে জানান তিনি।

যাত্রীদের বাড়তি ভাড়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি তা অস্বীকার করে বলেন, “ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ৮২০ টাকা ভাড়া। স্বাভাবিক সময়েও একই ভাড়া। কার্ডে লেখা আছে। বিআরটিএর চার্ট আছে।”

একই কথা বললেন চাঁপাইনবাবগঞ্জগামী ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার মাস্টার মো. আবদুল্লাহ। তিনি বলেন, “সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। বাড়তি কোনও ভাড়া নেওয়া হচ্ছে না।” পাঁচদিন আগেই অগ্রিম সব টিকেট বিক্রি শেষ হয়ে গেছে বলেও জানান তিনি।

অগ্রিম টিকেট বিক্রি শেষ চট্টগ্রাম ও কক্সবাজারগামী এনা পরিহনেরও। এনার কাউন্টার ব্যবস্থাপনায় থাকা মো. সিয়াম বলেন, “যাত্রীরা এখনও টিকেটের জন্য কাউন্টারে আসছে। তবে অগ্রিম টিকেট দুই-তিন দিন আগেই শেষ হয়ে গেছে।”

অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করে তিনি জানান, এখন নন এসির বাসের ভাড়া ৬৭০ টাকা আর এসির ৭০০ টাকা।

মহাখালীতেই কথা হয় মো. রহমতের সঙ্গে। পেশায় রাজমিস্ত্রী অনলাইনে না, কাউন্টারে এসে আগেই কেটেছিলেন চাঁপাইনবাবগঞ্জের টিকেট। সাড়ে দশটায় তার গাড়ি। কিন্তু মহাখালী আসার জন্য কারওয়ান বাজার থেকে রওনা হয়েছেন সকাল ৬টায়।

তার গ্রামে ফেরার আকাঙ্ক্ষার কাছে এই অপেক্ষার কষ্ট নস্যি। সকাল সন্ধ্যাকে বলেন, “আইয়া বইয়া আছি। রাস্তাঘাটের অবস্থা ভালো না। জ্যামে পইড়া গেলে! ওইখানে বইসা থাকার চেয়ে এইখানে বইসা থাকি। সবাই এখানে আসছি এইটাই আনন্দ।”

সেজন্য সাইনবোর্ডে লেখা ৮২০ টাকা ভাড়ার জায়গায় ঈদযাত্রায় তার কাছ থেকে ৯৫০ টাকা নেওয়া হলেও খুব একটা গায়ে মাখছেন না তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত