দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে শেষে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় সভা শুরু করে জাতীয় চাঁদ দেখা কমিটি। কিন্তু দেশের আকাশ মেঘলা থাকায় চাঁদের দেখা পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়।
পরে রাত সোয়া ৯টার দিকে দেশের আকাশে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় কমিটি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে ৭ জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস।
সৌদি আরবে আগামী ১৫ জুন হজ এবং ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।