Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ঈদুল আজহায় মুক্তি পেতে পারে যে সিনেমাগুলো

Eid Movie
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ঈদ মানেই নতুন সিনেমা। ঈদের উৎসব মুখরতায় নতুন সিনেমার মুক্তি যোগ করে বাড়তি আনন্দ। এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে এমন সিনেমাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

তুফান

 ‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত নির্মাতা রায়হান রাফী পরিচালিত তুফান মুক্তি পাবে ঈদুল আজহায় । এই সিনেমাটি প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের চরকি এবং আলফা আই। সুপারস্টার শাকিব খান শাকিব ছাড়াও ‘তুফানে’ দেখা যাবে দুই বাংলার সাড়া জাগানো সব অভিনয়শিল্পীদের। আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, মাসুমা রহমান নাবিলা এবং মিশা সওদাগর।

গত ২৮ মে শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে মুক্তি দেওয়া হয় ছবিটির গান ‘লাগে উরা ধুরা’। প্রীতম হাসানের সুর, সংগীত ও কন্ঠে গানটি সামাজিক মাধ্যম জুড়ে বেশ আলোচনায় আছে।

ময়ূরাক্ষী

‘ময়ূরাক্ষী’র মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা ববি। ২০১৯ সালের পর থেকে প্রায় ৪ বছর অন্য কোন চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। এর আগে তার অভিনীত শেষ সিনেমাটি ছিল ‘নোলক’।

‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে প্রেম ও প্রতারণাকে কেন্দ্র করে। নির্মিত হয়েছে গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে। রাশিদ পলাশ পরিচালিত এই ছবিটির প্রধান চরিত্রে ববির পাশাপাশি আরও আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এছাড়াও সাদিয়া মাহি, সমু চৌধুরী, সুমিত সেনগুপ্ত, দীপক সুমন এবং ফারজানা ছবিকে এতে দেখা যাবে।ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। জানা যায়, কোন একটি গানে কন্ঠও দিয়েছেন তিনি। তার সহ-কণ্ঠশিল্পী হিসেবে আরও আছেন পুর্ণতা, মুহিন খান ও তরসা। চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো।

রঙবাজার

রাশিদ পলাশের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘রঙবাজার’ মুক্তি পেতে যেতে যাচ্ছে এই ঈদে। সিনেমার গল্প তামজিদ অতুলের আর চিত্রনাট্য ও সংলাপ গোলাম রাব্বানীর।

সিনেমার গল্পের প্রেক্ষাপট ৯০ দশক। এক যৌনপল্লী উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজি।

‘রঙবাজার’ এ অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, শাজাহান সম্রাট, লুৎফুর রহমান জর্জ, জান্নাতুল ফেরদৌস পিয়া, বড়দা মিঠু, মাসুম রেজয়ান, কনিকা এবং কানিজ।

নীলচক্র

‘কাজলরেখা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ানো মন্দিরা চক্রবর্তী অভিনয় করেছেন ‘নীলচক্র’ সিনেমায়। এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আরিফিন শুভর সঙ্গে। মিঠু খান পরিচালিত এই সিনেমা প্রযোজনা করেছেন ফিল্ম ফায়োস প্রোডাকশন। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন  তিনি নাজিম উদ দৌলার সঙ্গে যৌথভাবে ছবিটির কাহিনী বিন্যাস ও চিত্রনাট্যও লিখেছেন।

শুভ-মন্দিরা জুটি ছাড়া এখানে আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দীপান্বিতা মার্টিন, মনির আহমেদ শাকিল এবং টাইগার রবিকে।

এশা মার্ডার: কর্মফল

কথা ছিল ঈদুল ফিতরে মুক্তি পাবে। পরে সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী বাঁধনকে।

‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ খ্যাত নির্মাতা সানী সানোয়ার এই সিনেমাটির নির্দেশনা দিয়েছেন। যেখানে তিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, পূজা ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, এজাজ আহমেদ, নিবির আদনান নাহিদ, সুষমা সরকার, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ এবং দীপু ঈমাম।

পুলসিরাত

‘পুলসিরাত’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে লাঠিখেলা এবং লাঠিয়ালদের জীবনকে কেন্দ্র করে। লাঠিয়ালদের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত এই সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। মীর জাহিদ হাসান প্রযোজিত এই চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শবনম বুবলী ও জিয়াউল রোশান। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম এবং ইরেশ যাকের।

ফিমেল ৪

ছোট পর্দায় যারা নিয়মিত চোখ রাখেন তাদের কাছে সুপরিচিত নাম কাজল আরেফিন অমি। দর্শক নন্দিত নাটক ‘ফিমেল’ এবার সম্পূর্ণরূপে ওয়েব চলচ্চিত্র হয়ে আসছে ‘ফিমেল ৪’ রূপে। আগের ৩টি সিক্যুয়েলের মতোই এটিও শহরের ব্যাটারি গলির বিচিত্র মানুষদের গল্প বলবে।

এই সিনেমায় অভিনয়শিল্পী হিসেবে যথারীতি থাকবে জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারী, মুসাফির সৈয়দ বাচ্চু, শিমুল শর্মা, এবং আরফান মৃধা শিবলু।

ওয়েব ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। সম্প্রতি প্ল্যাটফর্মটির ফেসবুক পেজ থেকে সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছে।

জামদানি

অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। জামদানি পল্লীবাসীর জীবনকে সিনেমায় তুলে ধরা হয়েছে। এই চলচ্চিত্রের লোকেশনগুলোর মধ্যে অন্তর্ভূক্ত ছিলো নারায়ণগঞ্জের জামদানি পল্লী। মোস্তফা মননের কাহিনী নিয়ে ছবির চিত্রনাট্য ও সংলাপ গড়েছেন আজাদ আবুল কালাম।

‘জামদানি’তে অভিনয় করছেন জিয়াউল রোশান, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার, শিবা আলী খান, আলী রাজ এবং চিত্রলেখা গুহ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত