Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ঈদবার্তায় সৌহার্দ্য আর সম্প্রীতির আহ্বান

ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ।
ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ।
[publishpress_authors_box]

রাত পোহালেই ঈদ; প্রস্তুতি বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে। ঈদ মানে আনন্দ, সেই আনন্দে শামিল হতে প্রস্তুত সবাই। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। তাদের শুভেচ্ছা বার্তায় আহ্বান এসেছে সৌহার্দ্য, সম্প্রীতি রক্ষার।

রমজানের এক মাস সংযমের পর বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছে দেশের মুসলমান সম্প্রদায়। এই উৎসব নির্বিঘ্ন করার জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন উৎসবে বাগড়া দেওয়ার মতো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশ বাড়াতে পারে গরম।

রাষ্ট্রপতির বাণী

দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি বাণীতে বলেছেন, “ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।”

হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডূকতা বাদ দিয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে পরমতসহিষ্ণুতা ধারণের আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিশ্বজুড়ে নানা সংকটের প্রভাবের ওপর আলোকপাত করে তিনি বলেছেন, “ফলে সমাজের দরিদ্র জনগোষ্ঠী স্বাভাবিক জীবনধারনে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ অবস্থায়, আমি সমাজের সচ্ছল ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি, যাতে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে।”

ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি এবং তার স্ত্রী বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে রাষ্ট্রপতি সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ পড়বেন। পরে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের সব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তার বাণীতে বলেছেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ।”

সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করারও আহ্বান জানান শেখ হাসিনা।

আলাদা এক ভিডিওবার্তায় তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”

শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানিয়েছেন। সকাল ১০টার শুরু হবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

ঈদ জামাত

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ঈদগাহের সার্বিক প্রস্তুতি সরেজমিন দেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে।

ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু নেওয়ার সুযোগ নেই।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট পাঁচটি। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে জামাতগুলো হবে এক ঘণ্টা পরপর।

ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। র‌্যাব জানিয়েছে, ঈদের জামাত ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত