সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানি ঈদের আগে সড়কে পশুবাহী কোনও যান থামানো যাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পশুর গাড়িতে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইজিপি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনও সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না। গন্তব্যস্থল ছাড়া অন্য কোথাও এসব গাড়ি থামানো যাবে না। পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।”
জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধের মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি এবং নসিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান আইজিপি।
বাস, লঞ্চ ও ট্রেনের অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করতে জনগণকে অনুরোধ জানান আইজিপি। তিনি বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক বা পণ্যবাহী পরিবহণে এবং ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না।”
যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশ ইউনিট অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করারও আহ্বান জানান আবদুল্লাহ আল মামুন।