Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

এজাজের ৫ উইকেট, ভারতের ১৩তম শূন্য

ওয়াংখেড়ে আবারও ৫ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। ছবি : ক্রিকইনফো
ওয়াংখেড়ে আবারও ৫ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস গড়েছিলেন এজাজ প্যাটেল। ২০২১ সালে প্রথম ইনিংসে নিয়েছিলেন ভারতের ১০ উইকেটের ১০টিই। সেই ওয়াংখেড়েতে তিন বছর পর আবারও ৫ উইকেট নিলেন এই স্পিনার।

এজাজের ঘূর্ণিতে মুম্বাই টেস্টের দ্বিতীয় দিন ভারত অলআউট ২৬৩ রানে। নিউজিল্যান্ডকে ২৩৫ রানে থামিয়ে বড় স্কোরের স্বপ্ন দেখা ভারত লিড নিয়েছে কেবল ২৮ রানে। এজাজ প্যাটেল নেন ১০৩ রানে ৫ উইকেট।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রানে শেষ করেছে তৃতীয় দিনের খেলা। কিউইদের লিড এখন ১৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে কিউইরা হারিয়েছিল ৩ উইকেট। এরপর উইল ইয়ং ও ড্যারিল মিচেলের চতুর্থ উইকেটে ৫০ রানের জুটিতে ধাক্কাটা সামলায় তারা। তবে ২১ করা মিচেলকে ফিরিয়ে জুটিটা ভাঙেন রবীন্দ্র জাদেজা। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইরা।

শুবমান গিল ৯০ আর ঋষভ পন্ত করেন ৬০ রান। ছবি : ক্রিকইনফো

উইল ইয়ং ৫১, গ্লেন ফিলিপস ২৬, ড্যারিল মিচেল ২১ আর ডেভন কনওয়ে আউট হন ২২ রানে। রবীন্দ্র জাদেজা ৪টি আর রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট।

এর আগে সেঞ্চুরির আশা জাগিয়েও ৯০ রানে ফেরেন শুবমান গিল। এজাজ প্যাটেলের বলে মিচেলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর ওয়ানডে মেজাজে খেলে ঋষভ পন্ত করেন ৫৯ বলে ৮ বাউন্ডারি ২ ছক্কায় ৬০ রান। ৪ উইকেট পাওয়া ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৩৬ বলে ৩৮ রানে।  

ভারতের ইনিংসের শেষ ব্যাটার আকাশ দীপ আউট হয়েছেন শূন্য রানে। পুরো সিরিজে ৫ ইনিংসে এ নিয়ে ১৩তম ভারতীয় ব্যাটার হিসেবে ০ রানে আউট হলেন তিনি। তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এবারই প্রথম ভারতীয় ব্যাটাররা ১৩ বার শূন্য রানে আউট হলেন। দ্বিতীয় ইনিংসে সংখ্যাটা বাড়তে পারে আরও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত