বিশ্বের অন্যতম সেরা ফুটবল দ্বৈরথ। অনেকের বিচারে সবচেয়ে সেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই লড়াইয়ের উত্তাপে ভাটা পড়েছিল। জৌসুশ হারিয়েছিল এল ক্লাসিকো। অবশ্যই এখানে বড় কারণ লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর স্পেন ছেড়ে যাওয়া। তাদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই এল ক্লাসিকোর উত্তেজনার বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ।
কিছুটা ফিকে হয়ে যাওয়া এল ক্লাসিকো এবার আপন রঙ ফিরছে। হারানো জৌসুশ ফিরছে ২০২৪-২৫ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে। হান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের দাপট ধরে রেখেছে। ফর্মের তুঙ্গে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি বাংলাদেশ সময় শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে।
এবারের ক্লাসিকোতে দাপট ধরে রাখলে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ অজেয় থাকার রেকর্ডে ভাগ বসাবে রিয়াল। সবশেষ ১৩ মাস ও ৪২ ম্যাচ আগে লিগে হার দেখেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সবচেয়ে বেশি ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড যাদের দখলে, সেই বার্সেলোনার বিপক্ষেই নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ, ক্লাসিকোতে না হারলেই বার্সেলোনার এই রেকর্ডে ভাগ বসাবে মাদ্রিদের অভিজাতরা।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর ৩১ জয়, ১১ ড্র ও শূন্য হার তাদের। বোঝাই যাচ্ছে, লা লিগায় তাদের কী দাপট।
তবে কম যাচ্ছে না বার্সেলোনাও। হান্সি ফ্লিক দায়িত্ব নিয়ে নতুন বার্সেলোনা উপহার দিয়েছেন সমর্থকদের। তিকাতাকার বদলে ডিরেক্ট ফুটবলে গতিসঞ্চার করছেন দলে। যেকারণে প্রতিপক্ষরা উড়ে যাচ্ছে বার্সেলোনার প্রেসিং ও গতিশীল ফুটবলের সামনে। ফলে এবারের এল ক্লাসিকোতে হতে যাচ্ছে গতির লড়াই।
তবে বার্নাব্যুতে জয়ের পাল্লা কার ভারি, সেটা বলা মুশকিল। রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও যেমন বলতে পারছেন না, “কে ফেভারিট, বলা মুশকিল। সবকিছু নির্ভর করছে ম্যাচটা আসলে কীভাবে চলছে। এখানে খেলার মানের ওপর সবকিছু নির্ভর করছে না, আপনি কীভাবে চাপ সামলাবেন সেটাও বড় বিষয়।”
তাহলে বার্সেলোনার বিপক্ষে কী পরিকল্পনা সাজাচ্ছেন আনচেলত্তি? ইতালিয়ান কোচ বললেন, “আমি এখন এটা প্রকাশ করতে চাচ্ছি না। দেখা যাক কী হয়। ম্যাচ শেষে আপনারা আমাকে জানাবেন, পরিকল্পনা ঠিক ছিল নাকি ছিল না।”
বার্সেলোনা কোচ ফ্লিকের পরিকল্পনা অবশ্য পরিষ্কার। হাইপ্রেসিং ফুটবলে প্রতিপক্ষের খেলা কঠিন করে তোলা, একই সঙ্গে গতির পসরা সাজিয়ে আক্রমণে ওঠা। এল ক্লাসিকোর আগে জার্মান কোচ বলেছেন, “আমাদের ধারণা আছে। আমাদের দর্শন হলো- হাইপ্রেস ও প্রতিপক্ষের পক্ষে খেলা কঠিন করে তোলা। লাইনের মধ্যে খুব বেশি জায়গা আমাদের জন্য কাজ করে না।”
তবে এখনও একাদশ চূড়ান্ত করতে পারেননি ফ্লিক, “এখনও শুরুর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। এই দলকে নিয়ে আমার বিশ্বাস আছে। খেলোয়াড়দের গুণমান দুর্দান্ত। এমন একটা দলকেই দেখতে চেয়েছিলাম আমরা।”