মৌসুমের প্রথম এল ক্লাসিকো উপভোগ করতে নিউ জার্সির মেটলিফ স্টেডিয়ামে ছিলেন ৮২ হাজারের বেশি দর্শক। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার উত্তেজনার সেই ম্যাচ বন্ধ হয়ে যায় ১২তম মিনিটের পরই। বজ্রপাতের শঙ্কায় খেলা স্থগিত করতে বাধ্য হন রেফারি। স্থানীয় পুলিশ নিরাপত্তার জন্য মাঠ ছাড়তে বলেন দর্শকদের।
বজ্রপাতের সতর্কতার সময়টা পেরিয়ে গেলে ম্যাচ শুরু হয় ঘণ্টা খানেক পর। পাও ভিক্তরের জোড়া গোলে বার্সা জিতে ২-১ ব্যবধানে। ৪২ ও ৫৪ মিনিটে করা গোল দুটির অ্যাসিস্ট অ্যালেক্স ভায়ের। ২২ বছর বয়সী পাও ভিক্তর ম্যানসিটির বিপক্ষে আগের ম্যাচেও করেছিলেন দলের হয়ে প্রথম গোল। রিয়ালের হয়ে ৮২ মিনিটে এক গোল ফেরান নিকো পাজ।
শুরুর একাদশে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি রাখেননি ভিনিসিয়ুস ও রোদ্রিগোকে। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামের মতো তারকারা যাননি দলের সঙ্গে। তবে একাদশে ছিলেন নতুন আসা ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিক। বার্সার একাদশে ছিলেন রবার্ট লেভানদোস্কি, টের স্টেগেন, পাবলো তোরেরা। লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভিরা যাননি এই সফরে।
প্রীতি ম্যাচের ফল
ম্যানসিটি ৪ : ২ চেলসি
বার্সেলোনা ২ : ১ রিয়াল
বায়ার্ন ২ : ১ টটেনহাম
ম্যানইউ ০ : ৩ লিভারপুল
গেতাফে ১ : ৩ আতলেতিকো
জুভেন্টাস ২ : ২ ব্রেস্ত
অগসবুর্গ ১ : ০ লিস্টার
রোমা ১ : ১ অলিম্পিয়াকোস
প্রীতি ম্যাচ হওয়ায় বার্সেলোনা খেলিয়েছে ২২ জনকে। রিয়ালের হয়ে খেলেন ১৭ জন। ভিনিসিয়ুস নেমেছিলেন বদলি হিসেবে। রোদ্রিগো ছিলেন বেঞ্চেই। ম্যাচের ফল নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না রিয়াল কোচ কার্লা আনচেলোত্তি, ‘‘এসব খেলায় ট্যাকটিক্স বা ফল বড় কিছু না। গুরুত্বপূর্ণ হচ্ছে সবাইকে মিনিট দেওয়াটা (ঘুরিয়ে ফিরিয়ে খেলানো)।’’
যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া চারটি এল ক্লাসিকোর সবগুলো জিতল বার্সা। ২০১৭ সালে মায়ামিতে প্রথমবার মুখোমুখি হয়ে বার্সা জিতেছিল ৩-২ গোলে। এরপর ২০২২ সালে লাস ভেগাসে বার্সার জয় ১-০ গোলে। গত বছর ডালাসে বার্সা জিতে ৩-০ গোলে।
এদিকে নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। প্রীতি ম্যাচে সেল্টিকের কাছে ৪-৩ ও এসি মিলানের সঙ্গে পেপ গার্দিওলার দল হারে ৩-২ গোলে। এরপর বার্সেলোনার বিপক্ষে ২-২ ড্র’র পর টাইব্রেকারে হার ৪-১ ব্যবধানে।
আর্লিং হলান্ডের নেতৃত্বে তারা প্রথম জয়ের দেখা পেল কাল চেলসিকে ৪-২ গোলে হারিয়ে। যুক্তরাষ্ট্রের অহিও স্টেডিয়ামে ৭০ হাজার দর্শকের সামনে হ্যাটট্রিক করেছেন হলান্ড। পেনাল্টি থেকে নরওয়ের এই তারকা চতুর্থ মিনিটে করেন প্রথম গোল। এক মিনিট পরই ব্যবধান ২-০ করেন হলান্ড।
৫৫ মিনিটে অস্কার ববের গোলে ম্যানসিটি এগিয়ে যায় ৩-০’তে। পরের মিনিটে হলান্ডের হ্যাটট্রিকে ব্যবধান হয়েছিল ৪-০। তবে ৫৯ মিনিটে রহিম স্টার্লিং ও ৮৯ মিনিটে ননি মাদুকের গোলে ৪-২ ব্যবধানের হারে মাঠ ছাড়ে চেলসি।
অপর প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে টটেনহামকে। চতুর্থ মিনিটে গ্যাব্রিয়েল ভিদোভিচের গোলে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে ব্যবধান ২-০ করেছিলেন লিওন গোরেৎজকা। ৬৬ মিনিটে টটেনহামের হয়ে এক গোল ফেরান পেদ্রো পোরো।
অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।