শীতের আমেজকে সুরে সুরে রাঙাতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আনপ্লাগড কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম ও জয় শাহরিয়ার।
আগামী ২০ ডিসেম্বর আজব কারখানা আয়োজিত কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকাস্থ গুলশানের ইএমকে সেন্টারে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
‘আজব আনপ্লাগড’ শিরোনামের এই কনসার্টে দুই শিল্পী ২ ঘণ্টাজুড়ে শোনাবেন তাদের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে প্রকাশিত গানগুলো। কনসার্টের সহযোগী হিসেবে রয়েছে ইএমকে সেন্টার, আজব রেকর্ডস ও আজব প্রকাশ।
কনসার্ট প্রসঙ্গে এলিটা করিম বলেন, “এই সময়ে তো নানা কনসার্টে ব্যস্ত থাকতেই হয়। তবে এই আয়োজনটা ভিন্ন। আনপ্লাগড আয়োজনে মনের মতো কিছু গান শোনাবো আশা করছি।”
জয় শাহরিয়ার বলেন, “অনেকদিন পর ইএমকে সেন্টারে পুরো অ্যাকোস্টিক আয়োজনে গাইবো। নতুন অ্যালবামের কিছু গান প্রথমবারের মতো শোনাতে চাই শ্রোতাদের এই কনসার্টে। আশা করি দারুণ একটা সন্ধ্যা কাটবে সবার গানে গানে।”
টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরক ডটকমে। মূল্য ১০০০ টাকা, শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ৫০০ টাকা।