Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫
Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫

বিজিএমইএ নির্বাচন : সম্মিলিত পরিষদের ১৫ প্রতিশ্রুতি

SS-BGMEA-250224
[publishpress_authors_box]

রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্ব বাছাইয়ের সময় ঘনিয়ে আসছে। প্রার্থীরাও ভোটারদের পক্ষে টানতে নিজেদের প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন।

পোশাক খাতের উন্নয়নে ১৫টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। রবিবার ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী মো. সিদ্দিকুর রহমান।

আগামী ৯ মার্চ উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ৩৫টি পরিচালক পদে এবার দুই প্যানেল থেকে ৭০ জন প্রার্থী লড়বেন।

নির্বাচিত পরিচালকরা নিজেদের মধ্য থেকে সভাপতিসহ পর্ষদের অন্যান্য নেতা নির্বাচন করতে পারবেন।

বিজিএমইএর বর্তমান সভাপতি ফারুক হাসান সম্মিলিত পরিষদের ব্যানারেই নির্বাচিত হয়েছিলেন। তবে এবারের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তাকে দেখা যায়নি।

সম্মিলিত পরিষদের সাবেক নেতা সিদ্দিকুর রহমান ছাড়াও সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার মেয়ে শেহরিন সালাম ঐশী নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইমরানুর রহমানও এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সম্মিলিত পরিষদের ঘোষিত ইশতিহারের মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলি হলো- ১. এসএমই শিল্পের টেকসই উন্নয়ন, ২. ব্যবসা সহজীকরণ ৩. রাজস্ব সংক্রান্ত জটিলতা নিরসন ৪. শুল্ক/আয়কর/ভ্যাট/নগদ সহায়তা সংক্রান্ত জটিলতা নিরসন ৫. ব্যাংক ও আর্থিক সেবা সংক্রান্ত উদ্যেগ ৬. পণ্য ও বাজার বহুমূখীকরণ ৭. পোশাক শিল্পের ভাবমূর্তি উন্নয়ন ৮. মধ্যম শ্রেণির ব্যবস্থাপকদের কর্মদক্ষতা উন্নয়ন ৯. ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রণোদনা ও নীতি সহায়তা ও ১০. কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ‘আরএসসি’ জটিলতা নিরসন প্রভৃতি।

অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান বলেন, “আমরা নতুন-পুরনো প্রার্থীদের সমন্বয়ে প্যানেল দিয়েছি। এখানে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন যেমন আছেন, তেমনি নতুন প্রজন্মের উদ্যোক্তারাও আছেন। এই প্যানেল যদি নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে পোশাক খাতের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে শিল্পের কল্যাণে কাজ করবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত