Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মোদীর এবারের ধ্যান কেন কন্যা কুমারীতে

তামিলনাড়ুর কন্যা কুমারী শহরে বৃহস্পতিবার ধ্যানে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তামিলনাড়ুর কন্যা কুমারী শহরে বৃহস্পতিবার ধ্যানে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
[publishpress_authors_box]

ভোটের ফলের আগে নরেন্দ্র মোদী যদি ধ্যানে না বসতেন, সেটাই হত অস্বাভাবিক। ২০১৯ সালে তিনি ধ্যানে বসেছিলেন কেদারনাথে; এবার ধ্যানের স্থান হিসাবে বেছে নিয়েছেন ভারতের দক্ষিণ প্রান্তের কন্যা কুমারী।

ভারতের এবারের লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ ধাপের ভোট হবে শনিবার। এর মধ্য দিয়ে শেষ হবে ১৯ এপ্রিল শুরু হওয়া ভোট। ৪ জুন শুরু হবে ভোট গণনা।

ভোট শেষের দুদিন আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কন্যা কুমারী শহরের বিবেকানন্দ রক মেমোরিয়াল সংলগ্ন ধ্যান মান্দাপামে ধ্যান শুরু করছেন বলে এনডিটিভি জানিয়েছে। তার ধ্যান চলবে শনিবার বিকাল পর্যন্ত।

এই ধ্যান মান্দাপামেই ১৮৯২ সালে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন। কন্যা কুমারীতে রক মেমোরিয়ালটি তার প্রতি শ্রদ্ধা রেখেই নির্মিত।

বিবেকানন্দের ধ্যানে বসার ১৩২ বছর পর সেই স্থানটিতেই বসতে চলেছেন বিজেপি নেতা মোদী।

বিবেকানন্দ রক মেমোরিয়াল সংলগ্ন ধ্যান মান্দাপামে ধ্যানস্থ হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর ধ্যানের জন্য বিবেকানন্দ রক মেমোরিয়ালকে বাছাই করা নিয়ে বিজেপির এক নেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “স্বামী বিবেকানন্দ যে জায়গায় ধ্যান করেছিলেন, ঠিক সে জায়গাতেই মোদীর ধ্যানে বসার অর্থ, বিকশিত ভারত নিয়ে স্বামী বিবেকানন্দের দর্শন বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কন্যা কুমারী যাওয়ার মধ্য দিয়ে তিনি জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছেন।”         

ভারতের চেন্নাইয়ে শ্রী রামকৃষ্ণ মঠের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সময় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, তার সরকারের দর্শন স্বামী বিবেকানন্দ দ্বারা অনুপ্রাণিত।     

“স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন বিশেষাধিকার দেওয়া বন্ধ করা হয় এবং সমতা নিশ্চিত করা হয়, তখনই সমাজ অগ্রসর হয়। আজ আমাদের সব প্রধান কর্মসূচিতে একই দর্শন দেখতে পাওয়া যায়।”

তিনি বলেছিলেন, “আগে, এমনকি মৌলিক সুযোগ-সুবিধাগুলোও বিশেষাধিকার হিসেবে বিবেচনা করা হতো। অগ্রগতির সুফল অনেকের কাছেই পৌঁছাত না। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি বা ছোট গ্রুপ কেবল অগ্রগতির সুফল ভোগ করত। কিন্তু এখন উন্নয়নের দরজা সবার জন্যই উন্মুক্ত।”

১৯৯১ সালে কন্যা কুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে নরেন্দ্র মোদী।

এদিকে মোদীর কন্যা কুমারী যাওয়ার খবরে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৩৩ বছর আগের একটি ছবি। ১৯৯১ সালে কন্যা কুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে কাশ্মীর পর্যন্ত বিজেপির একতা যাত্রায় অংশ নিয়েছিলেন মোদী। ছবিটি তখনকার।

ছবিতে মোদীর সঙ্গে দেখা যাচ্ছে মুরলী মনোহন যোশীকে। বিজেপির সাবেক সাধারণ সম্পাদক যোশী ১৯৯৮ সালে অটল বিহারি বাজপেয়ী সরকারের মন্ত্রীও ছিলেন।

নব্বই দশকের শুরুতে মোদী ছিলেন বিজেপির একজন কর্মী। তবে মুরলী মনোহর যোশীর নেতৃত্বে একতা যাত্রা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

তামিলনাড়ুর উপকূলীয় শহরটিতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী যাতে নির্বিঘ্নে ধ্যান করতে পারেন, এজন্য সেখানে প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনীকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। 

গত বার লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের ঠিক দুদিন আগে ১৮ মে উত্তরাখন্ড রাজ্যের তীর্থস্থান কেদারনাথে ১৭ ঘণ্টার জন্য ধ্যানে বসেছিলেন মোদী। একটি গুহায় তার ধ্যানের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

কেদারনাথের গুহায় ধ্যানস্থ নরেন্দ্র মোদী।

বিতর্কও সঙ্গী

মোদীর ধ্যানে বসা নিয়ে কোনও আপত্তি না থাকলেও ভোট চলার মধ্যে তার এই কর্মসূচির প্রচার নিয়ে উঠেছে প্রশ্ন।

ভারতের বাম দল সিপিআই-এম তামিলনাড়ু শাখার সেক্রেটারি কে বালাকৃষ্ণন বুধবার দেশটির প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠিয়ে মোদীর ধ্যানের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ভোট চলাকালে প্রধানমন্ত্রী মোদীর প্রচারে থাকা নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসাবে দেখছেন সিপিআই-এম নেতা বালাকৃষ্ণন।

তিনি বলেন, “এটা তার (নরেন্দ্র মোদী) ব্যক্তিগত বিষয়। তবে খুব সম্ভবত প্রিন্ট, ইলেকট্রনিক আর সোশাল মিডিয়ায় তার ধ্যানস্থ হওয়ার ঘটনা প্রচার করা হবে। সরাসরি সম্প্রচারও হতে পারে। এর মধ্য দিয়ে মোদী ও তার রাজনৈতিক দলের পক্ষে ব্যাপক প্রোপাগান্ডা ছড়ানো হবে, যা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’কে প্রভাবিত করবে।”  

কেবল সিপিআই-এম নয়; কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল কন্যা কুমারীতে প্রধানমন্ত্রী মোদীর ধ্যানের সম্প্রচারে আপত্তি তুলেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত