Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে, আশা সিইসির

ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সকাল সন্ধ্যা
ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে অল্প অল্প ভোট পড়ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেই প্রত্যাশা তার।

রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনিটরিং সেল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, “মাত্র (ভোট) শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি, কোথাও ৪০টি।”

হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমি বলতে পারব না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সে ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না।”

সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে বলেন, “আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।”

তিনি বলেন, “আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের। বাদ-বাকি প্রার্থীদের কোনও লোকজন দেখি নাই।”

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ভোট দেওয়ার পর সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি। আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে যে ভোটগ্রহণ শুরু হয়েছে।”

পাঁচ বছর পর পর জাতীয় সংসদের ভোট হয় একথা উল্লেখ করে সিইসি বলেন, “সকলের সমন্নিত প্রচেষ্টায়, সহযোগিতায় ভোট সম্পন্ন করা হয়। আপনারা (সাংবাদিক) সহযোগিতা করে থাকেন। আমি কেবল আপনাদের অনুরোধ করব– দৃশ্যমান স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়।”

গণমাধ্যমকর্মীরা স্বচ্ছতা তুলে ধরলে ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনও অনাস্থা থাকে, তবে তা কেটে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এগুলো নিয়ে চিন্তা-ভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না, সহিংসতা হবে কি হবে না…সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।”

রবিবার সকাল ৮টায় দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নওগাঁ-২ আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়া একজনের মৃত্যু হওয়ায় এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

দেশের ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৮টি ভোটে অংশ নিয়েছে। দেশের অন্যতম বড় দল বিএনপিসহ সমমনা ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত