Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

প্রথমবার রোবো-ট্যাক্সি নিয়ে এলন মাস্ক এলেন মানুষের সামনে

robo-taxi-elon-musk-cybervan-cybercar
[publishpress_authors_box]

ড্রাইভার ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলে এমন গাড়ি ‘রোবো-ট্যাক্সি’র প্রদর্শন করলেন টেসলা প্রধান এলন মাস্ক। তিনি এ সিরিজের দুইটি গাড়ি ‘সাইবার ক্যাব ও সাইবার ভ্যান’ এর প্রটোটাইপ প্রথমবারের মতো দর্শকদের সামনে উপস্থাপন করলেন।

তবে টেসলা বস বলছেন, গাড়িগুলো বাজারে পুরোদস্তুর চালু হতে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরু নাগাদ সময় লেগে যাবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার ওয়ার্নার ব্রস স্টুডিওতে অনুষ্ঠিত ‘উই রোবট’ এর ইভেন্টে ‘রোবোট্যাক্সির প্রটোটাইপ দেখান বিলিয়নিয়ার মাস্ক। এর মধ্য দিয়ে বাজারে স্বয়ংক্রিয় গাড়ি চালুর এক যুগ আগের দেয়া প্রতিশ্রুতি পূরণ করেন প্রযুক্তিক্ষেত্রের এ উচ্চাভিলাষী উদ্যোক্তা।

মাস্ক বলেন, পুরোপুরি বৈদ্যুতিক শক্তিতে চলা এ গাড়িটির কোনও স্টিয়ারিং হুইল নেই। গ্যাস বা ব্রেইক প্যাডেলও নেই। গাড়িতে প্রবেশের জন্য পাখির ডানার মতো দুইটি দরজা রয়েছে। তারবিহীন ইন্ডাক্টিভ টেকনোলজিতে গাড়িটি চার্জ হবে বলে।

তিনি জানান, প্রতিটি গাড়ির দাম ৩০ হাজার ডলারের নিচে রাখা হবে এবং বর্তমানের মানুষচালিত গাড়ির চেয়ে টেসলার রোবোট্যাক্সি ‘১০ থেকে ২০ গুণ’ নিরাপদ হবে।

মাস্ক বলেন, ”স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় আপনার গাড়িটিকে একটি ছোট লাউঞ্জ হিসেবে ভেবে নিতে পারেন।”

শীর্ষ এ মার্কিন ধনী আসলে বোঝাতে চেয়েছেন ড্রাইভ করার ঝক্কি এবং দুর্ঘটনার ভয় নেই বলে লাউঞ্জে যেমন খোশমেজাজে থাকা যায়, রোবোট্যাক্সির ভেতরের পরিবেশও যাত্রীদের জন্য তেমনটাই থাকবে।  

গাড়ি সম্পর্কে সামান্য বর্ণনা দিলেও মাস্ক জানান ইতিমধ্যে টেসলা ৫০টির মতো রোবোট্যাক্সি বানিয়েছে। 

তিনি বলেন, টেসলা আশা করছে আগামী বছরের মধ্যেই ‘পুরোপুরি স্বয়ংক্রিয়, তত্ত্বাবধানহীন’ বর্তমান মডেলের গাড়ি টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় চলতে পারবে। এর পরের ধাপেই ‘সাইবারক্যাব’ পুরোদমে চালুর পরিকল্পনা জানান এ শীর্ষ ধনী।

এসময় বিলিয়নার মাস্ক বলেন, “(সাইবারক্যাব বাজারে আসার) সময়সীমা নিয়ে আমার কথা অতিরিক্ত আশাবাদী বলে মনে হলেও এটি আসলে ২০২৬ সালে… ২০২৭ সালের আগে (আসবে)।”

রোবো-ট্যাক্সি সিরিজের ‘সাইবার ভ্যান’ ২০ জনের মতো লোক পরিবহন করতে পারবে। অথবা একে পণ্য পরিবহনের ভ্যানেও রূপান্তর করা যাবে।

অনুষ্ঠানে এলন মাস্ক অপটিমাস নামের মানবসদৃশ রোবটের মডেলও প্রদর্শন করেন, যার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি নাচতে পারে। একদিন এই রোবট বন্ধুত্বসহ মানুষ যা যা কাজ করে, তার সবই পারবে বলে এলন আশা ব্যক্ত করেন।

রোবট নিয়ে বলেন, “এটি এ যাবতকালের সবচেয়ে বড় পণ্যগুলোর একটি হবে, যার খুচরা মূল্য হবে ২০ থেকে ৩০ হাজার ডলারের মতো।” তবে অপটিমাস কবে বাজারে আসবে এ নিয়ে কোনও আভাস দেননি তিনি। ইভেন্টে অপটিমাস দর্শকসারিতে হেঁটেছে, পানীয় এবং ফলকও বিতরণ করেছে। কিন্তু তারপরও এর প্রকৃত কার্যাবলী সম্পর্কে দর্শকদের মধ্যে ধোঁয়াশা রয়েই গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত