Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ইমার্জিং এশিয়া কাপের দলে তাওহিদ হৃদয়-ইমন

ridoy2
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

জাতীয় দলের নিয়মিত সদস্য তাওহিদ হৃদয়কে ইমার্জিং এশিয়া কাপের দলে রাখা হয়েছে। সঙ্গে সদ্য  ভারত সফরের টি-টোয়েন্টি দলে খেলা পারভেজ হোসেন ইমনও আছেন। এ দুজন ছাড়া ইমার্জিং দলের বাকিরা অবশ্য আপাতত জাতীয় দলের বাইরেই আছেন।

চলতি মাসের ১৬ থেকে ২৭ অক্টোবর ওমানে এই টুর্নামেন্ট হতে যাচ্ছে। এর আগেরবার আসরটি হয়েছিল শ্রীলঙ্কাতে। সেবারও ইমার্জিং দলের ছায়ায় জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছিলেন বাংলাদেশ “এ” দলের হয়ে।

এবার জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার কম থাকলেও আগে খেলেছেন এমন ক্রিকেটাররা বেশি। আকবর আলির নেতৃত্বে ১৫ সদস্যের দলে নতুন মুখ হাতে গোনা। ১৫ সদস্যের বাইরে জাকের আলি অনিক, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।

গত ইমার্জিং এশিয়া কাপের মতো এবারও শক্তিশালি দল দিয়েছে বাংলাদেশ। তাতে অবশ্য শিরোপা জয়ের সম্ভাবনা বাড়ছে না। গতবার সেমিফাইনালে ভারতের দ্বিতীয় শক্তির দলের কাছে হেরে থেমেছিল সাইফ হাসানের নেতৃত্বাধীন দলের অভিযান।

ওমানে অনুষ্ঠিতব্য এই আসরে বাংলাদেশ “এ” দল হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান “এ” দলের বিপক্ষে একই গ্রুপে পড়েছে। হংকংয়ের সঙ্গে ১৮ অক্টোবর প্রথম ম্যাচ বাংলাদেশের, আফগানিস্তানের সঙ্গে দ্বিতীয় ২০ অক্টোবর এবং ২২ অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে শেষ গ্রুপ ম্যাচ খেলবেন আকবর আলিরা।

বাংলাদেশ ইমার্জিং দল : আকবর আলি (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকি, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মনড্ল, মারুফ মৃধা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত