নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে খেলা হযনি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। এ বছরের সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের জন্য তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন মার্তিনেজ। ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোও। হাঁটুর চোটের জন্য গত মাসে খেলতে পারেননি তিনি। এই দলে সুযোগ হয়নি পাউলো দিবালার।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার এনজো বারেনেচিয়া। অ্যাস্টন ভিলার এই তরুণ ধারে খেলছেন ভ্যালেন্সিয়ায়, এই মৌসুমে ৭ ম্যাচ তার গোল ১ গোল।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৫ নভেম্বর আসুনসিওনে প্যারাগুয়ে আর ১৯ নভেম্বর বুয়েনস এইরেসে লিওনেল পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এই অঞ্চলে এক নম্বরে আছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলকিপার: ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি ,এমিলিয়ানো মার্তিনেজ; ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো ; মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো দি পল, এনজো বারেনেচিয়া ; ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, হুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, লাওতারো মার্তিনেজ, ভ্যালেন্তিন কাস্তেলানোস।