জনজীবন ও কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন।
এসময় তিনি মেগা প্রকল্পের অর্থছাড়ে কিছুটা ধীর গতির নীতি গ্রহণের পরামর্শও দেন।
তিনি বলেন, “দেশের অর্থনীতিতে যে সংকট চলছে তাতে অর্থের কিছুটা ঘাটতি থাকবে। তাই জনজীবন ও কর্মসংস্থানের দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পের তালিকা তৈরির নির্দেশ দিচ্ছি।”
এসময় তিনি মেগা প্রকল্পের কাজ আপাতত একটু ধীর গতিতে এগুবে বলে জানান। তিনি অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে বড় প্রকল্পগুলোতেও অর্থায়ন করার নীতির কথা উল্লেখ করেন।
বৈঠকের পর সাংবাদিকদের উপদেষ্টা বলেন, “আমরা বলেছি এডিপিতে যে প্রকল্পগুলো এখন আছে তার মধ্যে আপনারা ইমিডিয়েটলি সেগুলোর একটা তালিকা করেন। সেগুলোতে আপেক্ষিক গুরুত্ব পাবে। দেশের ব্যবসা বাণিজ্য মানুষের জীবন জীবিকা, কর্মসংস্থান রিলেটেড প্রকল্পগুলো চালু রাখবেন।
“আর বাকী কিছু বড় বড় প্রজেক্ট আছে, মেগা প্রজেক্ট আছে, যেগুলোর আর্থিক সংশ্লেষ অনেক বেশি। ইভেন এসব প্রকল্প চালু থাকলেও ওইটার যে অর্থছাড়টা সেটা অনেক বেশি। এসব প্রকল্পের একটা তালিকা করেন। আমরা দেখব।
“কারণ সেটা একেবারে যে আমরা করব না সেটাও না। অর্থের ব্যপারটা আমাদের কাছে সবচেয়ে বড়।”
এসময় তিনি আরও বলেন, “বৈঠকে আমরা ওনাদের বলেছি যে বাংলাদেশে এখন একেবারে অর্থের অপচয় বন্ধ করতেই হবে। যে কোনও প্রশাসনিক ব্যয় কমাতে হবে।”
দেশি ও বিদেশি ঋণের অর্থ দুটোই যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, “বাহিরের টাকা আনবেন, যথেচ্ছ খরচ করবেন সেটা চলবে না। বিদেশি ঋণের টাকা ব্যয় করতেও আপনাকে সতর্ক থাকবে হবে।”
বৈঠকে তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জানিয়ে বলেন, “এখন থেকে প্রকল্প বাস্তবায়নের যারা দায়িত্ব নিবেন তাদেরকে কাজ বুঝিয়ে দিতে হবে। দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না। অমুক প্রকল্পে আমি ছিলাম না, আরেক জন করে গেছে এগুলো কিন্তু আমি বুঝব না।
“আপনি দায়িত্ব নেবেন, পূর্বে যদি কেউ করে থাকে তারটা আপনি বুঝে নেবেন।”
এডিপি বাস্তবায়নের গতি বাড়ানোর ওপরও জোর দিয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ।
যথা সময়ে যথাযথ ডেটা চান অর্থ উপদেষ্টা
অর্থনীতির সূচকগুলোর বিকৃত ডেটা নয়, যথাসময়ে যথাযথ ডেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ।
কর্মকর্তাদের তিনি বলেন, “তথ্য ঠিকভাবে কালেক্ট করবেন। যথা সময়ে যথাযথ ডেটা নেবেন, প্রকাশ করবেন। দুই বছর আগের খানা আয়-ব্যয় জরিপের ডেটা ব্যবহার করবেন, এটা চলবে না।”
দ্রুত শ্রম জরিপ পরিচালনার নির্দেশও দিয়েছেন তিনি।
উপদেষ্টা বলেন, “সঠিক ডেটার ওপর নির্ভর করবে কোন নীতিতে এগুতে হবে। পলিসি কী হবে।”
এসব বিষয় নিয়ে পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে আলাদা করে বসবেন বলেও জানান তিনি।
পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং বিবিএসের সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কিছু সময় কথা বলেন এই উপদেষ্টা।
সেসময় তিনি বলেন, “অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।”
নতুন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবোর্চ্চ গুরুত্ব দেবে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া অর্থনীতি ও সামাজিক সূচকে প্রকৃত তথ্য প্রকাশের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিবিএসের সক্ষমতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় আছে।”
গত কয়েকদিনের বিশৃঙ্খল পরিবেশ এবং সংঘাতের কারণে পণ্য আনা-নেওয়ায় বিঘ্নের সৃষ্টি হওয়ায় পণ্যের দাম বেড়ে গিয়েছিল জানিয়ে সালেহ উদ্দিন আহমেদ বলেন, সবকিছু স্বাভাবিক হলে দাম কমে আসবে।