Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ভুয়া প্রশংসায় ভয় এনদ্রিকের কোচের

ডডড
[publishpress_authors_box]

স্বপ্নের একটা সপ্তাহই কাটালেন এনদ্রিক। সবচেয়ে কম বয়সে গোল করেছেন ঐতিহ্যবাহী ওয়েম্বলিতে। এরপর অসাধারণ ভলিতে বার্নাব্যুতে বল জড়িয়েছেন স্পেনের জালে। পেলে ছাড়া ১৮ বছরের কম বয়সে টানা দুই ম্যাচে গোল পাননি আর কেউ।

এই দুই গোলে তাই প্রশংসায় ভাসছেন এনদ্রিক। কেউ বলছেন নতুন পেলে পেয়ে গেছে ব্রাজিল। কারও মনে হচ্ছে রোমারিও, রোনালদোর চেয়েও ভালো কিছু করবেন আগামী জুলাইয়ে রিয়াল মাদ্রিদে আসতে চলা এই বিস্ময় বালক। কেউ আবার ছাড়িয়ে যাচ্ছেন প্রশংসার সীমানাও।

এখানেই ভয় এনদ্রিকের পালমেইরাসের কোচ আবেল ফেরেইরার। ‘ভুয়া প্রশংসায়’ এনদ্রিক যেন অহংকারী না হয়ে উঠেন সেই পরামর্শ দিলেন তিনি,‘‘এনদ্রিক তারকা। গোল করার দারুণ দক্ষতা আছে ওর। সবাই এনদ্রিকের প্রশংসা করছে, খুব ভালো এটা। তবে কখনও কখনও ভুয়া প্রশংসা মানুষকে অহংকারী করে তোলে। আমার মনে হয় এনদ্রিক এমন আরোপিত প্রশংসায় গা ভাসিয়ে দিবে না।’’

পালমেইরাস ছেড়ে রিয়ালে যাচ্ছেন জেনেও এনদ্রিকের জন্য শুভকামনা জানালেন আবেল ফেরেইরা,‘‘ও খুব বুদ্ধিমান ছেলে আর শিখছে সবসময়। এটাই ওর ভিত্তি, সেটা রিয়ালেও থাকবে বলে বিশ্বাস আমার। আমি শুধু ওকে বলব ভুয়া প্রশংসায় গা না ভাসিয়ে খেলাটায় মনোযোগ ধরে রাখতে।’’

স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে চোট নিয়ে ব্রাজিলে ফিরেছেন এনদ্রিক। এ নিয়ে শঙ্কিত আবেল,‘‘ আমার ভয় হচ্ছে ওকে মাঠে নামালে প্রতিপক্ষ না পায়ে আঘাত করে বসে। তবে এটাই জীবন,ঝুঁকি নিতেই হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত