কয়েকদিন আগেই কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। মাদ্রিদজুড়ে ওই উৎসবের মাঝেই বরণ করে নেওয়া হয়েছে এনদ্রিককে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১৮ পেরিয়ে যাওয়ায় সামনের মৌসুম থেকে খেলতে পারবেন রিয়ালের জার্সিতে।
২০২২ সালে মাদ্রিদের অভিজাতদের সঙ্গে চুক্তি করেন এনদ্রিক। কিন্তু বয়স ১৮ বছরের নিচে থাকায় ইউরোপে এসে খেলার অনুমোদন ছিল না তার। গত ২১ জুলাই ১৮ পূর্ণ করেছেন এই ফরোয়ার্ড। এরপরই তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল।
ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের নজর ছিল এনদ্রিকের ওপর। কিন্তু তিনি বেছে নিয়েছেন রিয়ালকে। কেন মাদ্রিদের ক্লাবে যোগ দিয়েছেন, পরিচয় পর্বের পর নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তরুণ। তিনি জানিয়েছেন, ক্রিস্তিয়ানো রোনালদোর কারণেই নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে।
এই জায়গায় এমবাপ্পে ও এনদ্রিক একই মোহনায় মিলে যাচ্ছেন। ফরাসি তারকা ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদকে ভালোবাসতেন। সেটা কারণও ছিলেন রোনালদো। পর্তুগিজ যুবরাজের অন্ধভক্ত হওয়ায় স্বপ্ন দেখতেন সাদা জার্সিতে খেলার। কয়েক দফা চেষ্টার পর এবারের গ্রীষ্মকালীন দলবদলে স্বপ্ন পূরণ হয়েছে তার।
এনদ্রিকের রিয়াল-স্বপ্ন পূরণ হয়েছে দুই বছর আগে। তিনিও রোনালদোর-ভক্ত। ছোটবেলা থেকে অনুসরণ করেন পর্তুগিজ তারকাকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। তার কারণেই এনদ্রিক যোগ দিয়েছেন রিয়ালে।
মাদ্রিদের ক্লাবটির খেলোয়াড় হিসেবে পরিচয় পর্বের পর এনদ্রিক বলেছেন, “সেই ছোটবেলা থেকে আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি। আর এর কারণ হলো ক্রিস্তিয়ানো রোনালদো। মাদ্রিদে আমি এসেছি তার কারণেই।”