শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের জন্য ছিটকে গেছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। ‘দা হান্ড্রেড’-এ নর্দান সুপারচার্জার্সের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান স্টোকস।
ডাগআউটে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা স্টোকসের মঙ্গলবার স্ক্যান রিপোর্টে বাম হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এই চোটে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ২১ আগস্ট ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলা হবে না তার।
স্টোকসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক অলি পোপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্যাক ক্রলিকেও পাবে না ইংল্যান্ড। আঙুলে চোট রয়েছে তার।
গ্রীষ্ম শেষে অক্টোবরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। ইংলিশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সেই সফরে ফেরাই লক্ষ্য স্টোকসের। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৭ অক্টোবর মুলতানে।