২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০২২ বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে সদস্য সংখ্যা ছিল ২৬ জন। তবে এবারের ইউরোতে আবার আগের নিয়মে ফিরেছে উয়েফা। জার্মানির টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে খেলতে যেতে পারবে দলগুলো। ইংল্যান্ড অবশ্য ২৬ জনের দলই ঘোষণা করবে। পরে দল জমা দেওয়ার ডেডলাইনে তিনজনকে ছেঁটে ফেলবেন কোচ গ্যারেথ সাউথগেট।
২১ মে ২৬ জনের দল ঘোষণা করবেন ইংলিশ কোচ। প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হওয়ার দুইদিন পর জানা যাবে কারা যাচ্ছেন ইংল্যান্ডের ইউরো মিশনে। চূড়ান্ত দল ২৩ জনের হলেও চোটশঙ্কার কারণে স্কোয়াড বড় করছেন সাউথগেট। তিনি বলেছেন, “চোট নিয়ে অনেক সমস্যা আছে। আমরা লম্বা স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছি। আমরা ২৬ জনের দল পরে কমিয়ে আনব।”
সেই দল ঘোষণার শেষ দিন ৭ জুন। যদিও আগেরবারের মতো জার্মানির টুর্নামেন্টেও ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডের দাবি তুলেছেন অনেক কোচ। স্কোয়াডের দৈর্ঘ্য কমানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না যেমন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। সাউথগেটের চাওয়াও একই, “সংখ্যাটা ২৩-এ আনতে হবে। উয়েফার আরেকটি বৈঠক আছে। সেখানে সিদ্ধান্ত আসতে পারে। বেশিরভাগ কোচই চাইছেন বড় স্কোয়াড (২৬ জনের)।”
২০২০ সালের ইউরো, যেটি করোনার কারণে আয়োজিত হয়েছিল ২০২১ সালে। এই টুর্নামেন্ট ও ২০২২ বিশ্বকাপে দলগুলো বড় স্কোয়াড গড়ার সুযোগ পেয়েছিল করোনা মহামারীর কারণে। খেলোয়াড়দের পরিশ্রম কমানোর জন্যও দলগুলোকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল।
ইংল্যান্ডের প্রাথমিক দল ঘোষণার পর রয়েছে ক্লাব ফুটবলের তিনটি ফাইনাল- ইউরোপা লিগ (২২ মে), এফএ কাপ (২৫ মে) ও চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন)। ৭ জুন উয়েফায় চূড়ান্ত দল জমা দেওয়ার আগে সব প্রতিযোগিতাই শেষ হয়ে যাবে। তখন সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সাউথগেটের।
টাইমলাইন
১৯ মে: প্রিমিয়ার লিগের শেষ দিন
২১ মে: ইউরোর ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা ইংল্যান্ডের
২২ মে: ইউরোপা লিগ ফাইনাল
২৫ মে: এফএ কাপ ফাইনাল
১ জুন: চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
৩ জুন: ইংল্যান্ড-আইসল্যান্ড (প্রীতি ম্যাচ)
৭ জুন: ইংল্যান্ড-বসনিয়া ও হার্জেগোভিনা (প্রীতি ম্যাচ)
৭ জুন: ইউরোর চূড়ান্ত দল উয়েফায় জমা
১৪ জুন: ২০২৪ ইউরো শুরু
১৬ জুন: ইংল্যান্ড-সার্বিয়া (ইউরো লড়াই)